মাঝ আকাশে মালয়েশিয়ার নৌ-বাহিনীর ২টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। নৌ-বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের ৷ জানা গিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতি মহড়া চলছিল এদিন সকালে। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মালয়েশিয়ার নৌ-বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার খবরটি জানানো হয়েছে ৷ এই দুর্ঘটনায় দুই হেলিকপ্টারে থাকা মালয়েশিয়ার নৌ-সেনার সদস্যদের কেউই আর বেঁচে নেই বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ৷ স্থানীয় সময় এদিন সকাল ৯টা ৩২ মিনিটে এই হেলিকপ্টারগুলির সংঘর্ষ হয়। এদিকে দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে নৌবাহিনী। মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলের পেরাক প্রদেশের লুমুতে নৌসেনা ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
Related Posts
বাংলাদেশের ‘প্রধান’ হিসেবে শপথ নিলেন ইউনুস
শেখ হাসিনার দেশ ছাড়ার ৭২ ঘণ্টা পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবারে এই সরকারের প্রধান হিসাবে শপথ পাঠ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। তাঁর মন্ত্রিসভায় আজ দফতর বণ্টন হয়েছে। কোন মন্ত্রক কে পেলেন? একনজরে দেখে নেওয়া যাক – অর্থ থেকে শিল্প মন্ত্রক- এই মন্ত্রকগুলির মধ্যে, বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মহম্মদ সালেহ উদ্দিন আহমেদ পাচ্ছেন […]
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। রবিবার বাইডেন জানান, তিনি আর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে লড়াই করবেন না। তাঁর জায়গায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সওয়াল করেছেন বাইডেন। এদিন এক্স হ্যান্ডলে প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের সরে দাঁড়ানোর বিষয় নিয়ে একটি বিবৃতি দিয়েছেন জো বাইডেন। তিনি লেখেন, ‘দলের […]
আমেরিকাগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে বিপত্তি, অবতরণ রাশিয়ায়
শুক্রবার নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার এআই১৮৩ উড়ান। তবে মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এর জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে রাশিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, উড়ানটি শেষ পর্যন্ত ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতণ করে। জানা গিয়েছে, বিমানের কার্গো হোল্ডে সমস্যা দেখা দিয়েছিল বিমানে। মাঝ আকাশেই সেই সমস্যা […]