মাঝ আকাশে মালয়েশিয়ার নৌ-বাহিনীর ২টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১০ 

মাঝ আকাশে মালয়েশিয়ার নৌ-বাহিনীর ২টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। নৌ-বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের ৷ জানা গিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতি মহড়া চলছিল এদিন সকালে। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মালয়েশিয়ার নৌ-বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার খবরটি জানানো হয়েছে ৷ এই দুর্ঘটনায় দুই হেলিকপ্টারে থাকা মালয়েশিয়ার নৌ-সেনার সদস্যদের কেউই আর বেঁচে নেই বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ৷ স্থানীয় সময় এদিন সকাল ৯টা ৩২ মিনিটে এই হেলিকপ্টারগুলির সংঘর্ষ হয়। এদিকে দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে নৌবাহিনী। মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলের পেরাক প্রদেশের লুমুতে নৌসেনা ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

error: Content is protected !!