ধর্ষণের ঘটনার পর পুলিশে না যাওয়ার ফরমান জারি করে স্থানীয় পঞ্চায়েত। পরের দিনই অপমানে ‘আত্মাহুতি’ নির্যাতিতা কিশোরীর। যোগীরাজ্যের এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে। উন্নাও, হাতরাসের ভয়ঙ্কর স্মৃতি উস্কে ফের হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশে। বিজেপি শাসিত এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যের বেরিলিতে নবম শ্রেণির এক ছাত্রীকে আখের খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তরা ওই কিশোরীরই দুই সহপাঠী। ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত ফরমান জারি করে, পুলিসে অভিযোগ করা যাবে না। আর এর পরই অপমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হয় মেয়েটি। ঘটনার নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি।পুলিস জানিয়েছে, মা-বাবার অনুপস্থিতিতে ১৩ বছরের ওই কিশোরীর বাড়িতে আসে তার স্কুলের ওই দুই সহপাঠী। মেয়েটিকে টেনে হিঁচড়ে বাড়ির কাছেই একটি আখের খেতে নিয়ে যায় তারা। এক অভিযুক্ত কিশোরীর হাত চেপে ধরে, অপরজন তাকে গণধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে তার দিদি ছুটে যায়। ততক্ষণে দুই অভিযুক্ত পালিয়ে যায়। গত সোমবার ঘটনার পর সন্ধ্যায় গ্রামে পঞ্চায়েত বসে। অভিযোগ, পঞ্চায়েতের তরফে মেয়েটির বাবাকে হুমকি দেওয়া হয়। পুলিশে অভিযোগ করা যাবে না বলে ফরমান জারি করা হয়। পরেরদিন সকালে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় নির্যাতিতা। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় নবমের ওই ছাত্রীর। পুলিস জানিয়েছে, কিশোরীর শরীরের ৬০ শতাংশই পুড়ে গিয়েছিল। বেরিলির (উত্তর) পুলিস সুপার মুকেশ চন্দ্র মিশ্র বলেন, অভিযুক্ত দুই কিশোরের মধ্যে একজনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনের খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুড়ে যাওয়ার ফলে মেয়েটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের এই বক্তব্যে অবশ্য চিঁড়ে ভিজছে না। আর জি কর কাণ্ডের বিতর্কের মধ্যেই এই ঘটনা নিয়ে বিজেপিকে পাল্টা তোপ দেগেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে, বিজেপি বাংলায় জঞ্জাল খুঁড়তে ব্যস্ত। অথচ ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে লাগামহীনভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে। উত্তরপ্রদেশে ১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের পর আত্মহত্যা করেছে। প্রতিবাদ কই? মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথের ইস্তফার দাবি কোথায়?
Related Posts
৯৭টি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান পাবে বিমান বাহিনী, HAL-কে ৬৫ হাজার কোটির টেন্ডার
প্রতিরক্ষা বিষয়ে স্বনির্ভরতার দিকে বড় পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। ভারতের পাবলিক সেক্টর কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে ৬৫ হাজার কোটি টাকার টেন্ডার জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এর আওতায় HAL থেকে ৯৭টিএলসিএ মার্ক ১এ ফাইটার জেট কেনা হবে। এটি হতে পারে দেশীয় সামরিক হার্ডওয়্যারের জন্য ভারত সরকারের দেওয়া সবচেয়ে বড় অর্ডার।
হিমাচলপ্রদেশ জল দেবে দিল্লিকে, নির্দেশ সু্প্রিমকোর্টের
জলের অভাবে ভুগছে দিল্লি। সঙ্গে দোসর তাপমাত্রার পারদ। তবে দিল্লিবাসীর জন্য সুখবর নিয়ে এসেছে সুপ্রিমকোর্ট। হিমাচল প্রদেশ জল দেবে দিল্লিকে। হরিয়ানাকে এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যদিও হরিয়ানা সরকার জানিয়েছে হিমাচল প্রদেশ থেকে অতিরিক্ত জল কীভাবে তারা বন্টন করবেন তা তারা জানেন না। তবে শীর্ষ আদালত এবং দিল্লিবাসীর কথা ভেবে তারা এবিষয়ে যা […]
৬ মাস জেলবন্দি থাকার পর স্বস্তি, সুপ্রিমকোর্টে জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং
লোকসভা নির্বাচনের আগে জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ প্রায় 6 মাস তিনি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন ৷ উল্লেখ্য, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ সঞ্জয় সিংয়ের জামিন […]