রাশিয়ার সেভাস্তোপলে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল শহরে আচমকা হামলা। আকাশ থেকে পড়া ধাতব বস্তুর আঘাতে ৩ শিশুসহ পাঁচ। আহত হয়েছেন শতাধিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউক্রেন থেকে হামলার সময় সৈকতে নামা পর্যটক ও বিভিন্ন দেশের বাসিন্দাদের ওপর ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ইউক্রেন আমেরিকার সরবরাহ করা ক্লাস্টার ওয়ারহেড দিয়ে এই হামলা চালিয়েছে। মোট চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলিও ধ্বংস করে ফেলা হয়েছে।

error: Content is protected !!