সিডনির শপিং মলে হামলা। পুলিশ জানিয়েছে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক যুবক। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে। জানা গেছে শপিং মলে তখন বেশ ভিড় ছিল। আচমকাই এক যুবক ছুরি নিয়ে ঢুকে পড়েন। যাঁকে সামনে পেয়েছেন, তাঁকে ছুরি দিয়ে কুপিয়েছেন। এই হামলায় অন্তত ৬ জন মারা গেছেন। আহতের সংখ্যা একাধিক। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। শপিং মলে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। হামলাকারীকে ধরতে পুরো শপিং মল ঘিরে ফেলা হয়। মলের ভিতরে থাকা লোকজনকে দ্রুত বার করে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। এরপর হামলাকারীকে বাগে আনতে গুলি চালাতে হয় পুলিশকে। সেই গুলিতেই মৃত্যু হয় হামলাকারীর। হামলাকারীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আপাতত ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সাধারণ মানুষকে। শপিং মল বন্ধ করে তল্লাশি চালানো হচ্ছে। এই হামলায় আর কেউ জড়িত কি না তা–ও খতিয়ে দেখছে পুলিশ।
Related Posts
চিন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চিন সফরে গিয়েছেন ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুই রাষ্ট্রনেতা তাদের অটুট বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের প্রশংসা করেছেন। এদিন পুতিন জানান, তিনি চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন সংকট সমাধানে চিনের প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। রুম প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়া এবং চীনের অনেক […]
গ্রিসে তীব্র তাপপ্রবাহে ৬ পর্যটকের মৃত্যু
তাপপ্রবাহে জেরবার ইউরোপের দেশ গ্রিস। দেশজুড়ে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এখনও অবধি তাপপ্রবাহে ছয় পর্যটক মারা গেছেন বলে জানা গেছে। অনেক পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড গরমে এথেন্স সহ বেশ কিছু জায়গার পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছে দেশটি। এদিকে, গ্রিসের একাধিক দ্বীপ থেকে ছয় পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেকেই গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়েছিলেন […]
মাঝ আকাশে এয়ার টার্বুলেন্স, আহত ১২
মাত্র ৫ দিন আগেই এয়ার টার্বুলেন্সে মাঝ আকাশেই মৃত্যু হয়েছিল সিঙ্গাপুবর এয়ারলাইন্সের এক যাত্রীর। আহত হন ৩০ জন। এবার প্রায় একই ঘটনা কাতায় এয়ায়ওয়েজে। দেহা-ডাবলিন রুটের একটি বিমান এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে যায়। এতে আহত হন ১২ জন। এদের মধ্যে রয়েছে ৪ কেবিন ক্রু। ডাবলিন এয়ারপোর্টের তরফে এক্স হ্যান্ডেল করা একটি পেস্টে লেখা হয়েছে কাতার […]