অবশেষে বৃষ্টি নামল কলকাতা-সহ গোটা রাজ্যেই। সঙ্গে ঝোড়া হাওয়া-ও। কালবৈশাখীর দাপটে প্রাণ গেল ৭ জনের। এদিকে কালবৈশাখীতে যেমন গরম থেকে স্বস্তি মিললও একাধিক প্রাণহানির ঘটনা ঘটল। উত্তর ২৪ পরগনার ব্য়ারাকপুরে মৃত্যু হল ২ জনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিদ্যুতে খুঁটি উপড়ে মৃত ১। হাওড়ার উলুবেড়িয়া, বাগনান, এমনকী পুরুলিয়ার মৃত্যুর খবর মিলেছে। উলুবেড়িয়া ও বাগনানে প্রাণ হারিয়েছে মোট ২ জন। পুরুলিয়াতে বজ্রঘাতে প্রাণ গিয়েছে আরও ২ জনের। ব্য়াহত ট্রেন পরিষেবাও। ঝড়ে ডানকুনিতে ছিঁড়ে পড়ে ওভারহেড তার। শিয়ালদহ দক্ষিণ শাখায় জয়নগর স্টেশনে টিনের শেডও উড়ে চলে গিয়েছে। ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
Related Posts
চোপড়ায় সালিশি সভায় যুবক-যুবতীকে ‘মার’!
বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সালিশি সভা ডেকে যুবক-যুবতীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের খাস লোকের বিরুদ্ধে ৷ মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে ৷ এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের খাস লোক ৷ অভিযোগ, এই জেসিবি-র বিরুদ্ধে ইসলামপুর পুলিশ জেলার একাধিক থানায় […]
সাতসকালে হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব
হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের দাপটে উপড়ে গেল বহু গাছ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ক্ষতিগ্রস্ত জগৎবল্লভপুরের একাংশ। দশ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হাওড়া জগৎবল্লভ পুরের পতিহলে। একাধিক গাছ পরে বিপত্তি, বাড়ির ওপর পড়ল গাছ। উড়ল বাড়ি ও কারখানার চাল। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে দেখা গিয়েছে গ্রামের প্রচুর বাড়ির চাল উড়ে গিয়েছে বহুদূর। মাটির দেওয়ালে […]
তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং
বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন৷ আবার তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য ব্যারাকপুরে হার মানতে হল অর্জুন সিংকে৷ তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হন তিনি৷ তবে ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে হারিয়ে উঠেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী পার্থ […]