আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের মামলায় ৯দিনে প্রায় ১০২ ঘণ্টা সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে। ওই হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় রবিবার সিবিআইয়ের আর্থিক দুর্নীতিদমন শাখার অফিসারদের প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে সন্দীপের নাম জোরালো ভাবে উঠছিল ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই। শুধু সন্দীপকে জিজ্ঞাসাবাদ নয়, তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছে সিবিআই। তাঁর পাশাপাশি আরজি করের প্রাক্তন উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ, হাসপাতালের শিক্ষক-চিকিৎসক দেবাশিস সোম, ভেন্ডার বিপ্লব সিংহ-সহ আরও বেশ কয়েকজনের বাড়িতে এ দিন হানা দেয় সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়ে রবিবার সকাল থেকে বেলেঘাটা, ট্যাংরা, হাওড়া, কেষ্টপুর, টালা সহ প্রায় ১৫টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। বেশ কয়েকটি ক্ষেত্রে রাত পর্যন্ত চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর্ব। সূত্রের দাবি, বেশকিছু নথিপত্রও নিয়ে গিয়েছে সিবিআই। সেগুলি খতিয়ে দেখে আবারও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।
Related Posts
‘আমরা বিচার চাই, ওরা অশান্তি চায়, বনধ ডেকেছে, কারণ ওদের ডেডবডি চাই’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর
আসল আন্দোলন থেকে মুখ ঘোরাতে বিজেপি বাংলা বনধের ডাক দিয়েছে। সব বাংলাকে বদনাম করার চক্রান্ত। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে সমাবেশ থেকে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, আজকের দিনটি আমরা উত্সর্গ করছি, সমাজে যাঁরা নির্যাতিত হয়েছেন, বিশেষ করে আরজি কর-এর নির্যাতিত বোনটি। বিজেপি জেনে শুনে আজ বনধ ডেকেছে, কারণ ওদের ডেডবডি চাই। […]
রবিবার পর্যন্ত লাগাতার বৃষ্টির পূর্বাভাস, জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন
একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ এই অবস্থায় জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্যে ৷ এই লাগাতার বৃষ্টির কারণে রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার খবর আসছে নবান্নে ৷ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর জলস্তরও বৃদ্ধির খবর আসছে ৷ আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে […]
ট্রেনের মধ্যে স্কুলছাত্রীর শ্লীলতাহানি!
ট্রেনের মধ্যে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। জিআরপিতে অভিযোগ দায়ের পরিবারে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ছাত্রী তিনি। সুভাষগ্রামে টিউশনি পড়ে ট্রেন ধরে শিয়ালদহ আসছিল বাড়ির উদ্দেশ্যে। ওই একি ট্রেনে অন্য বগিতে ছাত্রীর বাবা মাও থাকে। এবং পার্কসার্কাসের কাছে ওই ছাত্রীকে এক যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকী অভিযুক্ত তাঁর ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা […]