আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নানা আন্দোলন এখন শুরু হয়েছে রাজ্যজুড়ে। তার প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে ছাত্র সমাজ। আজ, মঙ্গলবার তাদের নবান্ন অভিযান রয়েছে। ইতিমধ্যেই চারিদিকে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ বসে গিয়েছে। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চারজন ছাত্রনেতা নিখোঁজ বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। পাল্টা সকালেই কড়া জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তাতে সরগরম রাজ্য–রাজনীতি। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’–এর ব্যানারে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানকে ‘রক্তক্ষয়ী’ করার চক্রান্তের হদিশ পেয়েছে পুলিশ। ‘বডি না পড়লে’ আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যাবে না—ঘাটালের তিন বিজেপি নেতার কথার ভাইরাল ভিডিও সামনে এসেছে। আজ সকালে শুভেন্দু অধিকারী এই ছাত্র সমাজের চারজন নিখোঁজ বলে দাবি করেছেন। তবে এই খবর তিনি কেমন করে জানলেন সেটা অবশ্য স্পষ্ট করেননি। শুভেন্দুর দাবি, ‘মমতার পুলিশ’ তাঁদের আটক করে নিয়ে গিয়েছে। পালটা দিয়ে কুণাল ঘোষের কড়া জবাব, তথাকথিত ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযান ঘিরে সকাল থেকে উস্কানিমূলক পোস্ট করছেন বিজেপির নেতারা। এই তিন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঘাটালের বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায়, বাবলু গঙ্গোপাধ্যায় এবং চন্দ্রকোনার মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব মালকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরই শুভেন্দু অধিকারীর এমন পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্টে জবাব এক্স হ্যান্ডেলেই দিয়েছেন কুণাল ঘোষ। সেই সঙ্গে কেউ যাতে কোনও প্ররোচনায় পা না দেন তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন কুণাল। শুভেন্দু অধিকারী শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকার নামে চার ছাত্র স্বেচ্ছাসেবক নিখোঁজ বলে দাবি করেছেন। আজ আরজি কর হাসপাতালে চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগেই হাওড়া ব্রিজে পুলিশের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। এই আবহে রাজ্যের সব জায়গা থেকে আনা হয়েছে পুলিশ। সেখানে শুভেন্দুর নাম না করে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে কড়া জবাবে লেখেন, ‘তথাকথিত ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযানকে ঘিরে সকাল থেকে উসকানিমূলক পোস্ট করছেন বিজেপির নেতারা। এরা সিবিআইয়ের কাছে বিচার না চেয়ে কলকাতায় অশান্তি তৈরিতে মরিয়া। কেউ কোনও গুজব, প্ররোচনার ফাঁদে পা দেবেন না। বিজেপির অনেকে চেষ্টা করছে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার।’
Related Posts
‘শুনছি দুর্গাপুজোর অনুদান নেবেন না, ভালো কথা, পুজোর বোনাসটা নেবেন তো ‘? প্রশ্ন কাঞ্চনের
আরজিকর কাণ্ডে এবার দলের হয়ে ব্যাটন ধরলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক । যেভাবে একাধিক অভিনেতা-অভিনেত্রী রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশ্য করেই প্রশ্ন ছুঁড়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ক । অভিনেতা-রাজনীতিবিদ কাঞ্চনের প্রশ্ন, “আমাদের শিল্পী যারা আছেন, তাঁরা যে সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন, সেটা ফেরত দেবেন তো ? বলুন ফেরত দিয়ে দিচ্ছেন ।” এদিন কাঞ্চন বলেন, […]
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তিনি নেবেন না, আশ্বাস মুখ্যমন্ত্রীর
শনিবার বৃষ্টিভেজা সকালে আচমকাই সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রী পৌঁছনর পর ধরনাস্থল থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবি ওঠে। ধরনাস্থলে মুখ্যমন্ত্রী বলেন তিনি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছেন। তিনি নিজে উঠে এসেছেন ছাত্র আন্দোলন থেকে। তিনিও রাতের পর রাত ঘুমোচ্ছেন না। […]
ফের মেরামতির কাজ, শিয়ালদা শাখায় আজ এবং আগামীকাল বাতিল একাধিক ট্রেন
ফের যাত্রী পরিষেবায় সমস্যা। শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় বেশ কিছু কাজের জন্য রেলের তরফে ব্লক নেওয়া হবে৷ যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সম্প্রসারণের জন্য যে ব্লক নেওয়া হয়েছিল তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছয়৷ আবার সপ্তাহ শেষে একই পরিস্থিতির আশঙ্কা করছেন অনেকে৷ […]