বিশ্বজুড়ে কাজ করছে না এক্স হ্যান্ডেল (টুইটার) ৷ মঙ্গলবার গভীর রাত থেকে সমস্যায় পড়েন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা ৷ তাঁরা এক্স হ্যান্ডেলটি রিফ্রেশ করতে পারছেন না ৷ একই সঙ্গে নতুন কোনও পোস্টও লোড করা যাচ্ছে ইলন মাস্কের এক্সে ৷ এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে নিজেদের মধ্যে আলাপচারিতা করছিলেন ৷ সেই সময়ই এই অঘটন ঘটে ৷ তাই মাস্ক একে বড়সড় সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ৷ ডাউন ডিটেক্টর এই বিষয়টিতে নজর রাখছে ৷ তারা জানাচ্ছে, বুধবার সকাল ৯.৩০টা নাগাদ বহু ব্যবহারকারী এ নিয়ে অভিযোগ করতে থাকেন ৷ তাঁরা কমেন্ট করেন, ‘টুইট লোড করা যাচ্ছে না’, ‘সাইট কাজ করছে না’ ৷ কোথাও আবার ‘অ্যান এরর অকার্ড’ (বিঘ্ন ঘটেছে), এমন লেখা ভেসে ওঠে স্ক্রিনে ৷ এই ঘটনাটি বিশ্বের প্রায় সর্বত্র এই অবস্থা ৷ আমেরিকায় এই সংক্রান্ত ৩৬ হাজার ৫০০টি অভিযোগ জমা পড়েছে ৷ ডাউন ডিটেক্টর আরও জানিয়েছে, কানাডায় ৩ হাজার ৩০০টি রিপোর্ট, ব্রিটেনে ১ হাজার ৬০০টি ৷ হঠাৎ কেন এক্স হ্যান্ডেল কাজ করছে না, তার সঠিক কারণ জানা যায়নি ৷ বহু ভারতীয়েরও একই অভিজ্ঞতা হয়েছে ৷ তাঁরা অভিযোগ করেছেন, কোনও পোস্ট করা যাচ্ছে না এক্স হ্যান্ডেলে ৷ এক্স (টুইটার) অ্যাপটি খুলে তা ব্যবহার করার সময় এই সমস্যায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা ৷ এই ঘটনা সাইবার হানাও হতে পারে, ইঙ্গিত দিয়েছেন খোদ মাস্ক ৷
Related Posts
ভারতেই আছেন শেখ হাসিনা! সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রের তরফে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, বাংলাদেশের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতেই আছেন। জয়শঙ্করের তাঁর বিবৃতিতে বলেন, “খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে হাসিনা আবেদন করেন এ দেশে আসার জন্য। অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। আমরা পরিস্থিতির উপর নজর […]
কেন্দ্রীয় বাহিনীতে ১০ শতাংশ সংরক্ষণ, অগ্নিবীর নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার
‘অগ্নিবীর’ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় বাহিনীগুলিতে কনস্টেবল পোস্টে থাকবে ১০ শতাংশ সংরক্ষণ। পাশাপাশি, শারীরিক দক্ষতার পরীক্ষার ক্ষেত্রেও তাঁদের ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়ে সেনার তরফে অবশ্য এখনও কিছু বলা হয়নি। ১১ জুলাই অগ্নিবীর ইস্যুতে মুখ খোলেন বিএসএফের ডিজি নিতিন আগরওয়াল এবং সিআইএসএফের ডিজি মীনা সিং। […]
জওয়ানদের জন্য হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করল ডিআরডিও
দেশে সর্বপ্রথম জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করল ডিআরডিও কানপুর। সম্প্রতি বুলেটপ্রুফ জ্যাকেটের পরীক্ষা করা হয় চণ্ডীগড়ের টিবিআরএল (টার্মিনাল ব্যালেন্সটিক্স রিসার্চ ল্যাবরেটরি)–তে। ৭.৬২ x ৫৪ আরএপিআই (বিআইএস ১৭০৫১ এর ৬ স্তর) গুলির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারবে এই বুলেটপ্রুফ জ্যাকেট। অর্থাৎ ৬ রাউন্ড স্নাইপার–এর গুলির আঘাত থেকেও জওয়ানদের বাঁচাতে সক্ষম এই অত্যাধুনিক মানের […]