শুক্রবার মহারাষ্ট্রের পালঘর জেলায় বাধবন বন্দর প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পটির নির্মাণে খরচ হবে ৭৬ হাজার কোটি টাকা। দহানু শহরের কাছে অবস্থিত এই বাধবনেই গড়ে উঠতে চলেছে দেশের দীর্ঘতম গভীর জলবন্দর। এই বন্দরের মাধ্যমে জাহাজ চলাচলের আন্তর্জাতিক রুটগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে একযোগে বাঁচবে সময় ও খরচ। এই বন্দর হয়ে উঠবে বিশ্বমানের ‘মেরিটাইম গেটওয়ে’। দেশের বাণিজ্য ও আর্থিক বৃদ্ধিতে সহায়ক হবে এই প্রকল্প। এই বন্দরে সহজেই বড় কন্টেনার ভেসেল ও অতিবৃহৎ জাহাজ আসা-যাওয়া করতে পারবে। এখানে থাকবে বন্দরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অত্যাধুনিক ব্যবস্থাও। প্রধানমন্ত্রী মোদি এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন, দেশের উন্নয়নে বাধবন বন্দর খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প হতে চলেছে।
Related Posts
জলমগ্ন গুজরাতে কুমিরের আতঙ্ক
গুজরাতের বন্যা পরিস্থিতি ভয়াবহ। আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। বরং, শুক্রবার ঘুর্ণিঝড়ের সতর্কবার্তা জারি হয়েছে। ফলে দুশ্চিন্তা বেড়েছে প্রশাসনের। সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত গুজরাতের বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এদিকে, বানভাসি ভাদোদরায় নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে কুমিরের উপদ্রব। গত কয়েকদিনে ১০ থেকে ১৫ ফুট দৈর্ঘ্যের একাধিক […]
‘মেয়েকে তুলে নিয়ে যাব,’ টাকা শোধ করতে না পারায় ব্যাঙ্কের কর্মীদের হুমকি! শুনেই মৃত্যু বাবার
আইসক্রিম বিক্রেতার একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার জন্য ঋণ নিয়েছিলেন। কিন্তু তা সময় মতো শোধ করতে না পারায় প্রাণ হারালেন এক ব্যক্তি। এই দুর্ভাগ্যজনক ঘটনাই ঘটল বিহারের মুজফরাপুর জেলার সাকরা ব্লকের সিরাজবাদ গ্রামে । মৃতের নাম আকবর আলি। জানা গিয়েছে সময় মতন ঋণ শোধ করতে না পারার ফলে ওই আইসক্রিম বিক্রেতার উপর মানসিক চাপ […]
শ্রীনগরের ঝিলম নদীতে নৌকাডুবি, মৃত ৪
শ্রীনগরে ঝিলম নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। আহত ৩ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঝিলমের জলে এখনও নিখোঁজ আরও অনেকে। মঙ্গলবার সকালে শ্রীনগরের ঝিলম নদীতে বেশ কয়েক জন যাত্রী নিয়ে একটি নৌকা সওয়ার হয়েছিল। তবে মাঝনদীতে গিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই নৌকাটি। ওই নৌকাতে ছিল ১০ থেকে […]