জম্মুর সেনা ছাউনিতে জঙ্গি হামলা ৷ ঘটনায় আহত এক জওয়ান ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি সেনার৷ চলতি মাসেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন ৷ তার আগেই এই হামলা উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ সেনা সূত্রে খবর, সোমবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ সুঞ্জওয়ান সেনা ছাউনিতে আচমকা এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ জবাবে পাল্টা আক্রমণ করেন সেনা-জওয়ানরাও ৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে আহত হন এক জওয়ান ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এদিকে, আক্রমণের পরই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে সেনা ৷ এলাকা ঘিরে ফেলে রীতিমতো চিরুনি তল্লাশি চালানো হয় ৷ ব্যবহার করা হয় ড্রোনও ৷ ঘটনা প্রসঙ্গে সেনার তরফে জানান হয়, তল্লাশি অভিযান চলছে, ড্রোনও ব্যবহার করা হয়েছে ৷ এটি একটি স্নাইপার আক্রমণ বলে মনে হচ্ছে ৷
Related Posts
দেশ জুড়ে তৃতীয় দফায় ভোট পড়ল ৬১ শতাংশ, বাংলার ৪ কেন্দ্রে ৭৪ শতাংশ
তৃতীয় দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পাওয়ার থেকে মহারাষ্ট্রে বিরোধী এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে বাংলার মহুয়া মৈত্র, রীতেশ দেশমুখ থেকে জেনেলিয়া ডিসুজা-রা এই দফায় ভোট দিলেন। তৃতীয় দফায় রাত আটটা পর্যন্ত দেওয়া হিসেবে দেশে ভোট পড়ল ৬১.৪৫ শতাংশ। এবার এই […]
প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল
সোমবার সিআইএসসিই আয়োজিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হল। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ এবং দ্বাদশের পরীক্ষা শেষের ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে রাজ্য। এ বার দু’টি পরীক্ষাতেই রাজ্যের ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। ২০২৪-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৯.২২ […]
হরিয়ানায় পরাজয়ের শঙ্কা! ভোট পিছনোর আর্জি বিজেপির
ঘোষণা হয়ে গিয়েছে হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। সবপক্ষই নেমেও পড়েছে ভোটের ময়দানে। এর মধ্যেই হঠাৎ ভোটের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানাল রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। এজন্য তারা দ্বারস্থও হয়েছে নির্বাচন কমিশনের। আর তাতেই রাজ্যজুড়ে শোরগোল চরমে। হঠাৎ ভোট পিছনোর দাবি তোলায় কংগ্রেসের কটাক্ষের মুখে পড়েছে গেরুয়া শিবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বলেছেন, ‘ এ […]