নিপা ভাইরাসে মৃত্যু হল কেরালার মালাপ্পুরমে ২৪ বছর বয়সী এক ব্যক্তির। রবিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন নিপা ভাইরাস থেকেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। শনিবার রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। জেলা মেডিকেল অফিসার অবিলম্বে নমুনা পাঠিয়েছেন কোঝিকোড় মেডিকেল কলেজে। তাতে এনসেফালাইটিস পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জরুরি বৈঠক ডেকে প্রোটোকল মেনে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। জানা গিয়েছে, নমুনাগুলি পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল, যা নিপা সংক্রমণের বিষয়টিও নিশ্চিত করেছে। মৃত ব্যক্তি বেঙ্গালুরুতে একজন ছাত্র ছিলেন এবং বেশ কয়েকজনের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১৫১ জনকে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি মোট চারটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল চিকিৎসার জন্য। সেখানে বন্ধুদের সঙ্গেই ভ্রমণ করেছিল সে। সব তথ্য জোগাড় করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।
Related Posts
‘বেশি উদ্ধত হওয়ার ফল, ২৪১ আসনেই থামিয়ে দিয়েছে ভগবান রাম’, মোদিকে কটাক্ষ RSS নেতার!
প্রথমে আরএসএস প্রধান মোহন ভগবত। আর এবার আরএসএস নেতা ইনদ্রেশ কুমার। এনডিএ ৩.০ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের একবার ‘বিনম্রতা’র পাঠ পড়ালেন আনএসএস নেতা ইনদ্রেশ। লোকসভা ভোটের ফলাফল নিয়ে বলতে গিয়ে আনএসএস নেতা ইনদ্রেশ বলেন,”যারা রামের ভক্ত বলে দাবি করেছিল, তারা অহংকারী হয়ে উঠেছিল। তাই এই ফল হয়েছে। অহংকারী হয়ে ওঠার জন্যই সব […]
দ্বিতীয় দফায় গোটা দেশে ভোট দানের হার ৬০.৯৬ শতাংশ, বাংলায় ৭১.৮৪ শতাংশ
শেষ হল দেশের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানাচ্ছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬০.৯৬ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়। সব মিলিয়ে মোট ৮৮ আসনে ভোট হয়েছে। এর মধ্যে রয়েছে কেরলের ২০টি আসন। ১৪টি কর্নাটকের, রাজস্থানের ১৩টি, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে আটটি, মধ্যপ্রদেশের সাতটি, বিহার এবং অসমে […]
আজ সুপ্রিমকোর্টে আরজিকর মামলা শুনানি
আজ, মঙ্গলবার আরজি কর মামলা শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানির তালিকায় এক নম্বরে রয়েছে এই মামলা। সকাল সাড়ে ১০টায় বেঞ্চ বসার কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে বলে মনে করা হচ্ছে। মুখবন্ধ খামে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। পাল্টা রাজ্যের তরফেও পরিস্থিতির কথা জানানো হবে।