দীর্ঘ প্রতীক্ষার পর রেলপ্রেমীদের জন্য সুখবর। পরিচয় বদলে এবার নয়া নামে হাজির হল বন্দে মেট্রো। ট্রেনটির নয়া পোশাকি নাম হল ‘নমো ভারত র্যাপিড রেল’। আজ, সোমবার এই ট্রেনটির উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন এই ট্রেনটি চলবে গুজরাতের ভূজ ও আহমেদাবাদের মধ্যে। এই রুটের মোট দূরত্ব থাকছে ৩৬০ কিমি। যাত্রাপথে থাকছে মোট ৯টি স্টেশন। পুরো রাস্তাটি কভার করতে ‘নমো ভারত র্যাপিড রেল’-এর সময় লাগবে ৫ ঘণ্টা ৪৫ মিনিট। এই ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টা প্রতি ১১০ কিমি। যে ৯টি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে সেগুলি হল সবরমতী, ছান্দিওদিয়া, বিরামগাম, ধ্রাংধ্রা, হালভাড়, সামখিয়ালি, ভাচাউ, গান্ধীধাম ও অঞ্জর। ‘নমো ভারত র্যাপিড রেল’-টি রবিবার ছাড়া প্রতিদিন সকাল ৫টা ০৫ মিনিটে ভূজ স্টেশন থেকে ছাড়বে। সেটি আহমেদাবাদ পৌঁছবে ওই দিনই সকাল ১০টা ৫৫ মিনিটে। রেলমন্ত্রকের দেওয়া তথ্য মোতাবেক, এই ট্রেনটিতে রয়েছে ১২টি কোচ। মোট ১১৫০ জন যাত্রীর জন্য আরামদায়ক সিটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ট্রেনের ভিতরে প্রিমিয়াম মডিউলার ডিজাইন যাত্রীদের সফরের অভিজ্ঞতাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে বলেই মনে করছে রেল।
Related Posts
ভূস্বর্গে লাগাতার ভূমিধসের জের, ৫০০-র বেশি মানুষের ঠাঁই ত্রাণ শিবিরে
লাগাতার ভূমিধসের জেরে এলাকার একাংশ ভেঙে পড়েছে। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ এলাকার বহু বাড়ি, গুরুত্বপূর্ণ রাস্তা। উপড়ে গয়েছে বিদ্যুতের খুঁটি। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ, যোগাযোগ ব্যবস্থা। বিপন্ন রোজকার জীবন। একাধিক বাড়ি ও রাস্তায় বিপজ্জনক ফাটল ধরেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় পেরনোট গ্রামে বাড়ি ও রাস্তাঘাটে ফাটল দেখা দিতে শুরু করে। ক্রমে সেই ফাটল ভূমিধসের চেহারা নেয়। […]
কেজরিওয়ালের বাবা-মাকে হেনস্থার চেষ্টা, চাপে পড়ে পিছু হটল অমিত শাহের দিল্লি পুলিশ
আপের চাপে পড়ে পিছু হটল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তাঁর বৃদ্ধ এবং অসুস্থ বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা বাতিল করে দিল তারা। জানিয়ে দিল, স্বাতী মালিওয়ালের হেনস্থার ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যাবে না পুলিশ। আসলে অমিত শাহর পুলিশের মতলব ফাঁস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই […]
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু, সাংসদ হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি
আজ শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ বেলা ১১টায় অধিবেশনের শুরুতে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি ৷ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ৷ এরপর আদ্যক্ষর অনুযায়ী শপথ নেবেন বিভিন্ন রাজ্যের সাংসদরা ৷ দু’দিন ধরে চলবে শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ এরপর ২৬ জুন সংসদরে নিম্নকক্ষের অধ্যক্ষ নির্বাচন ৷ অষ্টাদশ লোকসভার অধিবেশন […]