গুজরাতে ভূজ-আহমেদাবাদ বন্দে মেট্রোর নাম বদলে গেল, উদ্ধোধনে প্রধানমন্ত্রী মোদি

দীর্ঘ প্রতীক্ষার পর রেলপ্রেমীদের জন্য সুখবর। পরিচয় বদলে এবার নয়া নামে হাজির হল বন্দে মেট্রো। ট্রেনটির নয়া পোশাকি নাম হল ‘নমো ভারত র‌্যাপিড রেল’। আজ, সোমবার এই ট্রেনটির উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন এই ট্রেনটি চলবে গুজরাতের ভূজ ও আহমেদাবাদের মধ্যে। এই রুটের মোট দূরত্ব থাকছে ৩৬০ কিমি। যাত্রাপথে থাকছে মোট ৯টি স্টেশন। পুরো রাস্তাটি কভার করতে ‘নমো ভারত র‌্যাপিড রেল’-এর সময় লাগবে ৫ ঘণ্টা ৪৫ মিনিট। এই ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টা প্রতি ১১০ কিমি। যে ৯টি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে সেগুলি হল সবরমতী, ছান্দিওদিয়া, বিরামগাম, ধ্রাংধ্রা, হালভাড়, সামখিয়ালি, ভাচাউ, গান্ধীধাম ও অঞ্জর। ‘নমো ভারত র‌্যাপিড রেল’-টি  রবিবার ছাড়া প্রতিদিন সকাল ৫টা ০৫ মিনিটে ভূজ স্টেশন থেকে ছাড়বে। সেটি আহমেদাবাদ পৌঁছবে ওই দিনই সকাল ১০টা ৫৫ মিনিটে। রেলমন্ত্রকের দেওয়া তথ্য মোতাবেক, এই ট্রেনটিতে রয়েছে ১২টি কোচ। মোট ১১৫০ জন যাত্রীর জন্য আরামদায়ক সিটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ট্রেনের ভিতরে প্রিমিয়াম মডিউলার ডিজাইন যাত্রীদের সফরের অভিজ্ঞতাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে বলেই মনে করছে রেল।

error: Content is protected !!