ঝড় বোরিসের দাপটে বিপর্যস্ত পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, অস্ট্রিয়া ও জার্মানির কিছু অংশ। বোরিসের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে। আর এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ইউরোপে মৃত্যু হয়েছে ১৯ জনের। যার মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে রোমানিয়ায়, চারজন পোল্যান্ডে, পাঁচজন অস্ট্রিয়ায়, তিনজন চেক প্রজাতন্ত্রে। বহু মানুষ নিখোঁজ বলেই জানাচ্ছে উক্ত দেশগুলির প্রশাসন। জলের তোরে ভেসে গিয়ে থাকতে পারেন বলে এমনটাই মনে করছে দেশগুলির দমকল বিভাগ। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জার্মানির তিনটি রাজ্য বাভারিয়া, স্যাক্সনি ও ব্র্যান্ডেনবার্গে। ক্যাম্প নদীর জলে ভেসে গিয়েছে বহু এলাকা। শুরু হয়েছে উদ্ধারকাজ। ভিয়েনায় একাধিক রাস্তায় জল উঠেছে। দেশটির তিনটি জেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে অস্ট্রিয়ার নিম্ন রাজ্যগুলিকে দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের মধ্যে রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরছাড়া বহু মানুষ। উঁচু জায়গায় খোলা হয়েছে ত্রাণ শিবির। হেলিকপ্টারে করে উদ্ধারকাজ চালাচ্ছে দমকলের কর্মীরা। কিন্তু আবহাওয়া এখনও খারাপ থাকায় বিপাকে পড়ছে দমকল। ইউরোপের আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত তিন দশকের মধ্যে এত বেশি বৃষ্টি দেখেনি মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলি। এই অতিবৃষ্টি ও পাল্লা দিয়ে ঝড়ের জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
Related Posts
কলকাতায় গড়ে উঠবে সেমি কন্ডাক্টর প্ল্যান্ট
কলকাতায় তৈরি হতে পারে নয়া সেমি কন্ডাক্টর প্ল্যান্ট। আমেরিকা সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এই মর্মে আলোচনা সেরে ফেললেন নরেন্দ্র মোদী। কোয়াড সম্মেলনে যোগ দিতেই তিন দিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনের ফাঁকেই প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনায় উঠে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য […]
ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে বসেই ইজরায়েল-গাজার যুদ্ধ বন্ধের আর্জি কেইর স্টারমেরের
ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে বসার পরপরই এবার ইজরায়েল-গাজা যুদ্ধ নিয়ে পদক্ষেপ করলেন কেইর স্টারমের । ইজরায়েলের প্রেসিডেন্ট ইজাক হেরজোগের সঙ্গে বৈঠকে বসেন কেইর স্টারমের। ইজরায়েল-গাজা যুদ্ধ যাতে শিগগিরই বন্ধ করা যায়, সে বিষয়ে পদক্ষেপ জোরদার সওয়াল করেন স্টারমের। প্যারিসে ইজাক হেরজোগের সঙ্গে বৈঠকে বসে যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিয়ে সওয়ালের পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব অটুট রাখারও প্রতিজ্ঞাবদ্ধ হন […]
অভিবাসী-বিরোধী বিক্ষোভে জ্বলছে ব্রিটেন, কড়া বার্তা প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার
অভিবাসন বিরোধী আন্দোলন ঘিরে ভয়াবহ হিংসায় জ্বলছে ব্রিটেন। শহরের জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এবার কড়া বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। জানালেন, অতি ডানপন্থীরা গায়ের রং দেখে সাধারণ মানুষকে টার্গেট করছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাঁদের কাউকে রেহাত করা হবে না। গোটা […]