ডিভিসির ছাড়া জল ভাসিয়ে দিল গ্রামীণ হাওড়া ও হুগলির বেশ কিছু অঞ্চল। সোমবার রাতেই প্লাবিত হয়েছে আমতা ২ নং ব্লকের দ্বীপাঞ্চল উত্তর ভাটোরা, দক্ষিণ ভাটোরা, ঘোড়াবেড়িয়া, চিৎনান। হুগলির তারকেশ্বর, ধনেখালি ও জাঙ্গিপাড়া ব্লকের বেশ কিছু বাড়ি জলের নীচে চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর জমির ফসল। বুধবার হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভাটোরার দ্বীপাঞ্চলের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা পুরোপুরি জলের তলায়। কোথাও এক কোমর, আবার কোথাও গলা পর্যন্ত জল। আর এই জল পেরিয়েই মানুষকে প্রয়োজনে রাস্তায় বের হতে হচ্ছে। দীপাঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের জন্য কয়েকটি জায়গায় নৌকা চালানো হচ্ছে। এলাকার বাসিন্দাদের আশঙ্কা, ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালে দুর্ভোগ আরও বেশি হবে। তাঁরা জানান, এবারের পরিস্থিতি ভয়াবহ। বিস্তীর্ণ এলাকার কৃষি জমি জলের তলায়। চাষের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সামাল দেওয়া কষ্টকর। মুন্ডেশ্বরী নদীতে জলের স্রোত বৃদ্ধি পাওয়ায় আপাতত নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান দীপাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। নদীর জল বিপদসীমার ওপর বইতে থাকায় বাঁধ ভাঙার আশঙ্কা করছেন বাসিন্দারা। দুর্গত এলাকায় নৌকায় পানীয় জলের পাউচ, ওষুধ, শুকনো খাবার পাঠানো হচ্ছে। পাশাপাশি এনডিআরএফ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী এলাকায় কাজ করছে। অন্যদিকে মঙ্গলবার রাত থেকেই উদয়নারায়ণপুরে দামোদরের বাঁধ উপছে একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে।
Related Posts
রামনবমীর অশান্তির জের, মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙার দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর ৷ অভিযোগ শোভাযাত্রায় বাইরে থেকে ঢিল ছোঁড়া হয় ৷ মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রার উপর হিংসাকে কেন্দ্র করে এবার নড়েচড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন । তারপরেই এবার শক্তিপুর ও বেলডাঙার দুই ওসি’কে দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিল ইসিআই ৷ শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই নির্দেশ […]
হেলিকপ্টারে উঠতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট প্রচারের মাঝেই ফের চোট
আসানসোলের কুলটিতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হেলিকপ্টারের ভিতরে পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন হেলিকপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে ওঠার পর আসনে বসতে গিয়ে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ এ দিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার কথা ছিল মমতার৷ দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভিতরে প্রবেশের […]
‘ম্যান মেড বন্যা, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে’, হুগলিতে বন্যা পরিস্থিতি দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
বাংলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। তিন-চার দিনের নিম্নচাপের বৃষ্টি, তার উপর ডিভিসি-র ছাড়ার ফলে প্লাবিত বহু এলাকা। একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি। আজ, বুধবার, হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরশুড়ায় দ্বারকেশ্বর নদীর উপর ব্রিজের অবস্থা খারাপ। এদিন ওই এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতি দেখে ফের ডিভিসির বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভয়াবহ পরিস্থিতি। […]