ফরাক্কায় চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল একাধিক কামরা, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বেশ কয়েকটি কামরা। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুরে। কোনও কামরাই অবশ্য লাইনচ্যুত হয়নি। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই মুহূর্তে মালগাড়ির কামরাগুলি জোড়া লাগিয়ে লাইন থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় ব্যাহত আপ লাইনের ট্রেন চলাচল। ফরাক্কা আজিমগঞ্জ শাখায় ধুলিতান থেকে ট্রেনটি আসছিল। চলন্ত মালগাড়ি থেকে হঠাৎই বিছিন্ন হয়ে যায় কয়েকটি বগি। যদিও বড় কোনও দুর্ঘটনা এ দিন ঘটেনি। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোদাবন্দপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকে কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও কোনও কামরাই লাইনচ্যুত হয়নি। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

error: Content is protected !!