চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বেশ কয়েকটি কামরা। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুরে। কোনও কামরাই অবশ্য লাইনচ্যুত হয়নি। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই মুহূর্তে মালগাড়ির কামরাগুলি জোড়া লাগিয়ে লাইন থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় ব্যাহত আপ লাইনের ট্রেন চলাচল। ফরাক্কা আজিমগঞ্জ শাখায় ধুলিতান থেকে ট্রেনটি আসছিল। চলন্ত মালগাড়ি থেকে হঠাৎই বিছিন্ন হয়ে যায় কয়েকটি বগি। যদিও বড় কোনও দুর্ঘটনা এ দিন ঘটেনি। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোদাবন্দপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকে কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও কোনও কামরাই লাইনচ্যুত হয়নি। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
Related Posts
ওড়িশায় বার্ড ফ্লু-এর হদিশ! রাজ্যে ডিম ও চিকেন আমদানিতে জারি নিষেধাজ্ঞা
বার্ড ফ্লু-এর হদিশ ওড়িশায়! রাজ্যে ওড়িশার ডিম ও চিকেন আমদানিতে নিষেধাজ্ঞা। পুরীতে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জার হদিশ। পুরী থেকে পোল্ট্রিজাত সামগ্রী আসায় নিষেধাজ্ঞা। ওড়িশার দুটি গ্রামে বার্ড ফ্লুর হদিস পাওয়া গেছে। তাই আপাতত ওড়িশা থেকে কোনও ট্রাক ডিম ও মুরগি নিয়ে রাজ্যে ঢুকবে না। আগামী দুই সপ্তাহ এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রাণীসম্পদ দফতর রাজ্য পুলিশকে […]
🔴LIVE: বাজেট ২০২৪
সকাল ১১টা নাগাদ বাজেট বক্তৃতা শুরু। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ জোটের সরকার। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এর ফলে এবারের বাজেটে একাধিক চমক দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কংগ্রেসের সঙ্গ ত্যাগ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল আপ
কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না আম আদমি পার্টির ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশও করল আপ। প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পাশাপাশি, আপ হরিয়ানার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে ৷ এরই সঙ্গে কেজরিওয়ালের দল এও স্পষ্ট করে দিয়েছে, হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। […]