এনডিএ-র অন্দরেই জাতভিত্তিক জনগণনা নিয়ে দ্বিমত রয়েছে৷ এনডিএ-র শরিক দলগুলির কয়েকটি চায় না, জাতভিত্তিক জনগণনা করা হোক৷ কয়েকটি দলের বক্তব্য, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখার জন্য অবশ্যই জাতভিত্তিক জনগণনা প্রয়োজন৷ এই দ্বিমতের মধ্যেই মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি৷ শনিবার মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত অনুষ্ঠানে গড়করি স্পষ্ট জানিয়েছেন, সকলের কল্যাণ করা হোক, এক্ষেত্রে কারও জাতপাত বিবেচনা করার প্রয়োজন নেই। তবে কি জাতভিত্তিক জনগণনা ইস্যুতে আগেই মোদী সরকারকে সতর্ক করে দিলেন সঙ্ঘ-ঘনিষ্ঠ বর্ষীয়ান এই কেন্দ্রীয় মন্ত্রী? এর আগে বিমা ও স্বাস্থ্য বিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করার ইস্যু নিয়েও সরকারের নীতির বিরুদ্ধাচারণ করেছিলেন গড়করি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে দ্রুত এই জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন তিনি৷ গড়করির কথায়, ‘কয়েক দশক ধরে আমি রাজনীতিতে আছি৷ আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য সমাজ সেবা করা৷ আদর্শের সঙ্গে কখনও সমঝোতা করিনি৷ লোকসভা ভোটের আগে প্রচুর লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন৷ আমি সকলকে বলেছি, কোনও লোক তাঁর ধর্ম বা জাতপাতের গুণে বড় হন না, বড় হন তাঁর গুণে৷ সাধুসন্তরা শিক্ষা দিয়েছেন সমাজ থেকে জাতপাতের ভেদাভেদ মুছে ফেলতে হবে৷ সকলের উন্নয়ন করতে হবে।’ জাতভিত্তিক জনগণনা ইস্যুতে আগেই মোদী সরকারকে সতর্ক করেছে সঙ্ঘ পরিবার৷ গত মাসে কেরালায় সঙ্ঘ পরিবারের কার্যকারিণী বৈঠকের পরে আরএসএসের সুনীল আম্বেকর বলেছিলেন, ‘দেশের সামগ্রিক বিকাশ এবং উন্নয়নের কাজেই ব্যবহার করতে হবে জাতভিত্তিক জনগণনাকে৷ কোনও রাজনৈতিক ফায়দা তোলার জন্য নয়।’
Related Posts
উত্তরপ্রদেশের লখনউতে গানের ভিডিও শুটের জন্য ডেকে চলন্ত গাড়িতে মডেলকে লাগাতার গণধর্ষণ, গ্রেফতার ৩
চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখনউতে। গাড়ির পর ফের হোটেলে নিয়ে গিয়ে অচেতন অবস্থায় তরুণীকে ফের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জ্ঞান ফিরলে তাঁকে নানাভাবে হুমকি পর্যন্ত দেওয়া হয়। জানা গিয়েছে, নির্যাতিতা কানপুরের বাসিন্দা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম থেকে ভিপিন সিং নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। […]
NEET UG 2024: নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ এবং ‘সিবিআই’কে নোটিস পাঠাল সুপ্রিমকোর্ট
নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে। তার পরিপ্রেক্ষিতেই এবার মতামত জানতে চেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ও সিবিআই-কে নোটিস পাঠাল সুপ্রিমকোর্ট। নিট পরীক্ষা পরিচালন পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল হওয়া ৭টি আবেদনের উপর শুক্রবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেই আবেদনগুলির মধ্যে একটিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই অভিযোগে সিবিআই […]
কিশোরীদের যৌন সংযম নিয়ে কলকাতা হাইকোর্টের বিতর্কিত মন্তব্য বাতিল, রায়ও খারিজ করল সুপ্রিমকোর্ট
নাবালিকাদের যৌন সংযম নিয়ে কলকাতা হাই কোর্টের বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ করল সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিত মামলার রায়ে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে দেওয়া নিম্ন আদালতের রায়ও পুনর্বহাল করা হয়েছে। এর আগে নিম্ন আদালতের রায় খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট। গত বছর ১৮ অক্টোবর একটি মামলার শুনানিতে হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ […]