পঞ্জাবে ৫৫ বছরের প্রৌঢ়াকে চরম শারীরিক নির্যাতন, অকথ্য ভাষায় গালিগালাজ। বেধড়ক মারধরের পর নগ্ন করে গ্রামের রাস্তায় প্যারেড করানো হল। ভয়াবহ ঘটনাটি প্রকাশ্যে আসতেই গ্রেফতার ৩ জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তারণ তারণ এলাকায়। গত মাসে ওই প্রৌঢ়ার ছেলে পাশের গ্রামের তাঁর প্রেমিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এই ঘটনা ঘিরে তরুণীর পরিবার অশান্তি শুরু করে। আচমকা তরুণীর শ্বশুরবাড়িতে গিয়ে প্রৌঢ়ার উপর চড়াও হয় কয়েকজন। শারীরিক নির্যাতনের পর প্রৌঢ়াকে নগ্ন করে গ্রামের রাস্তায় ঘোরানো হয়। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেয় তারা। সমাজমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সমাজমাধ্যম থেকে প্যারেডের সেই ভিডিওটি সরানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
Related Posts
মুম্বই থেকে হায়দরাবাদ চলছে গণপতি নিরঞ্জন, শহরজুড়ে কড়া নিরাপত্তা
আজ মঙ্গলবার অনন্ত চতুর্দশী অর্থাৎ চতুর্থী থেকে গণেশ পুজো শুরু হওয়ার আজ সমাপন ৷ ১০ দিনের গণেশ উৎসব উদযাপনের পর আজ গণেশ নিরঞ্জনে মেতেছেন দেশবাসী ৷ সারা ভারতে বিশেষত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। আজ সকাল থেকেই চোখে জল ও পুষ্পবৃষ্টিতে বাপ্পার নিরঞ্জনে সামিল হয়েছেন ভক্তরা ৷প্রতিবছর গণেশ […]
এবার থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ASL নিরাপত্তা পাবেন RSS প্রধান মোহন ভাগবত
এবার থেকে ASL নিরাপত্তা বেষ্টনী বলয়ে মোহন ভাগবত। নিরাপত্তা আরও জোরদার করা হল মোহন ভাগবতের। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সমতুল্য এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের নিরাপত্তা ব্যবস্থা করা হল। ভাগবত এতদিন জেড প্লাস নিরাপত্তা পেতেন। এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ যে নিরাপত্তা বলয় পান, সেই নিরাপত্তা পাবেন তিনি। এমনই সিদ্ধান্ত […]
ঝাড়খণ্ডের জামশেদপুরের এয়ারক্রাফ্টের ধ্বংসাবশেষ খুঁজতে ভারতীয় নৌবাহিনী
ভেঙে পড়া এয়ারক্রাফ্টের সন্ধানে তল্লাশি চালাবে ভারতীয় নৌসেনা ৷ ২০ অগস্ট ঝাড়খণ্ডের জামশেদপুরের এরোড্রোম থেকে একটি ট্রেনার এয়ারক্রাফ্ট রওনা দেয় ৷ তাতে একজন বিমানচালক এবং একজন শিক্ষানবিশ ছিলেন ৷ কিছুক্ষণ পরেই এয়ারক্রাফ্টটি নিখোঁজ হয়ে যায় ৷ সেই বিমানে থাকা একজনের দেহ পাওয়া গিয়েছে চান্ডিল জলাধারে ৷ এবার ভেঙে পড়া এয়ারক্রাফ্টের খোঁজে তল্লাশি চালাতে ১৯ সদস্যের […]