চার দিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে মার্কিন অভিনেতা কোল ব্রিংস প্লেন্টির নিথর দেহ পাওয়া গেল। প্যারামাউন্ট সিরিজ ‘১৯২৩’-এর দৌলতে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু অকালেই প্রাণ হারালেন অভিনেতা। মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত হলেন অভিনেতা। প্লেন্টির আত্মীয়, ‘ইয়েলোস্টোন’ অভিনেতা মোসেস ব্রিংস প্লেন্টি ইনস্টাগ্রামে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এবং অভিনেতার বাবার একটি বিবৃতি শেয়ার করেছেন। অভিনেতার বাবার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার ছেলে কোলকে খুঁজে পাওয়া গেছে এবং সে আর আমাদের সাথে নেই তা নিশ্চিত করে আমি গভীরভাবে শোকগ্রস্ত। যারা কোলের জন্য প্রার্থনা করছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ জানা গেছে,পারিবারিক অশান্তির এক ঘটনায় পুলিশের সন্দেহভাজন তালিকায় ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল লরেন্স পুলিশ।
Related Posts
খুনের ১৪ বছর পর ন্যায় পেলেন অভিনেত্রী লায়লা খান
খুনের ১৪ বছর পর ন্যায় পেলেন অভিনেত্রী লায়লা খান। মায়ের তৃতীয় স্বামীর হাতে খুন হয়েছিলেন বলিউড অভিনেত্রী লায়লা খান। শুধু তিনি একাই নন, তাঁর পরিবারের আরও পাঁচ সদস্য একই সঙ্গে খুন হন। ১৪ বছর পর অভিযুক্ত পারভেজ তাককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে আচমকাই পরিবারের পাঁচ সদস্য সহ নিখোঁজ হন অভিনেত্রী। প্রায় এক […]
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ-সলমান
সারাবিশ্বে উদযাপিত হল ঈদ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি, সবাই তাঁদের নিজস্ব কায়দায় ঈদ উদযাপন করলেন। একই সঙ্গে প্রতি বছরের মতো এবারও ভক্তরা তাঁদের প্রিয় সুপারস্টার সলমান খান ও শাহরুখ খানকে দেখার অপেক্ষায় ছিলেন। আবশেষে মনোবাসনা পূরণ হল। যত দূর চোখ যায়, শুধু মাথা আর মাথা আর গলা ফাটিয়ে চিৎকার করছে প্রিয় তারকার জন্য। […]
১৪ বছর পর পর্দায় ফিরলেন ফারদিন খান
ফারদিন খান আবারও অভিনয়ে ফিরলেন। এবং ফিরলেন সঞ্জয় লীলা ভনশালির কয়েক কোটি টাকার সিরিজ ‘হীরামাণ্ডি’তে। এই সিরিজ দর্শকদের পৌঁছে দেবে সেই পাকিস্তানের বিখ্যাত গণিকাপল্লিতে। যেখানে প্রেম-ধোঁকা-প্রতিশোধ আর রক্তপাত ছিল নিত্যদিনের কাহিনি। শনিবার বিকেলে অভিনেতার লুক প্রকাশ্যে। রীতিমতো রাজকীয় বেশে ধরা দিয়েছেন তিনি। খবর, ‘ওয়ালি মহম্মদ’-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে। View this post on Instagram A […]