অবশেষে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে প্রথম জয় পেলেন হার্দিক পাণ্ড্যেরা। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারালেন তাঁরা। প্রথমে ব্যাট করে ব্যাটারদের দাপটে ২৩৪ রান করে মুম্বই। সেই রান তাড়া করতে পারেননি ঋষভ পন্থেরা। কলকাতার পরে এ বার মুম্বইয়ের কাছেও হেরে চাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক পন্থ। কিন্তু তাঁর আশানুরূপ শুরু করতে পারেননি দিল্লির বোলারেরা। পাওয়ার প্লে-তে মারমুখী মেজাজে ছিলেন রোহিত ও ঈশান। বড় শট খেলছিলেন তাঁরা। পাওয়ার প্লে-তেই ওঠে ৭৫ রান। রোহিতকে দেখে মনে হচ্ছিল, ফর্মে ফেরার জন্য এই ম্যাচ বেছে নিয়েছেন তিনি। কিন্তু অর্ধশতরান হল না রোহিতের। ২৭ বলে ৪৯ রান করে অক্ষর পটেলের বলে আউট হয়ে যান রোহিত। ছ’টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। চোট সারিয়ে দীর্ঘ দিন পরে খেলতে নামেন সূর্যকুমার যাদব। কিন্তু প্রত্যাবর্তনে রান পেলেন না তিনি। দু’বল খেলে শূন্য রানে আউট হন তিনি। রোহিত আউট হওয়ার পরে ঈশান দায়িত্ব নেন দ্রুত রান তোলার। ২৩ বলে ৪২ রান করে অক্ষরের এক হাতে ধরা ক্যাচে ফেরেন ঈশান।হার্দিক ভাল শুরু করলেও মাঝের ওভারে দ্রুত রান করতে পারছিলেন না তিনি। তিলক বর্মাও ৬ রান করে আউট হয়ে যান। একটা সময় মনে হচ্ছিল, ২০০ রান করতে সমস্যায় পড়বে মুম্বই। হার্দিক ৩৩ বলে ৩৯ রান করে আউট হয়ে যান।সেখান থেকে দলকে টানেন ডেভিড ও শেফার্ড। শেষ চার ওভারে ৮৪ রান করে মুম্বই। দুই ব্যাটারই বড় শট খেলছিলেন। ডেভিড ২১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভার পুরোটাই খেলেন শেফার্ড। আনরিখ নোখিয়েকে চারটি ছক্কা ও দু’টি চার মারেন তিনি। শেষ ওভারে আসে ৩২ রান। শেফার্ডের ব্যাটে মুম্বই ২০ ওভারে ৫ উইকেটে ২৩৪ রানে শেষ করে। ১০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।
Related Posts
জমি নিয়ে বচসা, উগান্ডার মহিলা অ্যাথলিট রেবেকা গেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী
পদক জিততে পারেননি ঠিকই, কিন্তু গত মাসে অংশ নিয়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সের ম্যারাথনে ৷ মাস ঘুরতে না-ঘুরতেই সব শেষ ৷ উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী ৷ মাত্র ৩৩ বছরে মৃত্যু হল উগান্ডার ম্য়ারাথন রানারের ৷ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রেবেকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে সঙ্গীর আক্রমণে শরীরের […]
ট্রফি জয়ের প্রায় ২ মাস বাদে ২৩ জুলাই ইডেনে সেলিব্রেশন প্ল্যান করল কলকাতা নাইট রাইডার্স, থাকবেন শাহরুখ
দশ বছর পর অবশেষে শাপমোচন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। অধিনায়ক গৌতম গম্ভীরের হাত ধরে শেষবার আইপিএল জিতেছিল কেকেআর, এবার সেই গম্ভীরকে মেন্টর করে চ্যাম্পিয়ন হয় কলকাতার দল। এই নিয়ে নাইটরা তিন বার আইপিএল জিতল। তবে ট্রফি জয়ের পর আর কলকাতায় ফেরা হয়নি নাইট রাইডার্সের। তিলোত্তমার বুকে হয়নি সেলিব্রেশনও। এবার সেই শিরোপা জয়ের উদযাপন হতে চলেছে […]
কোপা সেমিফাইনালে কলম্বিয়া সমর্থকদের সঙ্গে হাতাহাতি উরুগুয়ে ফুটবলারদের
খেলার মাঠে এ দৃশ্য বড় অশোভন। ফুটবলারদের উদ্দেশে গ্যালারি থেকে কটূক্তি, বিয়ারের ক্যান, কাপ ছোড়া! পালটা সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া ফুটবলারদের। বৃহস্পতিবার কোপা আমেরিকার সেমিফাইনালে এই অশোভন দৃশ্যেরই সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।বৃহস্পতিবার কোপার টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হায়েছে কলম্বিয়া। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। কিন্তু এদিন খানিক অঘটন ঘটিয়েই […]