কেসিআর কন্যা কে কবিতার জামিন খারিজ

জামিন পেলেন না কেসিআর কন্যা তথা বিআরএস নেত্রী কে কবিতা ৷ দিল্লি আবগারি নীতি সম্পর্কিত অর্থ তছরুপের মামলায় সোমবার রাউস অ্যাভিনিউ আদালত কবিতার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে । তাঁর ১৬ বছর বয়সি ছোট ছেলের পরীক্ষা থাকায় চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন কবিতা । আবেদনের শুনানির পর আদালত ৪ এপ্রিল রায় সংরক্ষণ করেছিল । আজ বিচারক ওই রায় ঘোষণা করে বলে যে, আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে ৷ কবিতার অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আদালতকে বলা হয়, তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে । কবিতা জামিন পেলে প্রমাণ লোপাট এবং সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে বলে দাবি করে ইডি । নিজেদের যুক্তি তুলে ধরার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাঁরা ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছিলেন কবিতা তাঁদের হুমকি দিয়েছেন । ইডি জানিয়েছে, তাদের কাছে এর প্রমাণও রয়েছে । ইডি তার আবেদনে আদালতের কাছে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করার আর্জি জানায় । এই যুক্তি শুনে ইডির পক্ষেই রায় দেয় আদালত ৷ বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা কবিতার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়ে বলেন, এ বিষয়ে আদালত তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দেন। রাউজ অ্যাভিনিউ সিবিআই আদালত এই মাসের ২০ তারিখে কবিতার দায়ের করা সাধারণ জামিনের আবেদনের শুনানি করবে । দিল্লির আবগারি মামলায় ১৫ মার্চ ৪৬ বছর বয়সি কবিতাকে তাঁর বানজারা হিলসের বাড়ি থেকে বিআরএস নেত্রী কবিতাকে ইডি গ্রেফতার করেছিল । তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় । তিনি ২৬ মার্চ থেকে তিহাড় জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন । মঙ্গলবার হেফাজতের মেয়াদ শেষ হবে । এই প্রেক্ষাপটে আগামিকাল তাঁকে আবারও আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, জানা গিয়েছে, কবিতাকে জেরা করার অনুমতি ইতিমধ্যেই পেয়েছে সিবিআই আদালত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!