‘দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন, আপনার ধমকে ভয় পাই না!’ মোদিকে পালটা মমতা

বাঁকুড়ার রায়পুরে নির্বাচনী জনসভা করতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল জলপাইগুড়িতে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪ জুনের পর দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তৎপরতা আরও বাড়বে, গ্রেফতারও বাড়বে ৷ এ দিন বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিকে তৃণমূল ভয় পায় না বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘আপনি বাংলার ব্লকে ব্লকে মিটিং করুন, আপনাকে স্বাগত৷ কিন্তু মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনও সাহায্যের কথা বললেন না৷ যাঁরা রাস্তায় পড়ে আছে৷ আমি মাঝরাতে ছুটে গিয়েছিলাম৷’ এর পরেই নরেন্দ্র মোদির দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে মোদির হুঁশিয়ারির জবাবে মমতা বলেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে বলছি৷ ভাল থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন৷ কিন্তু একজন প্রধানমন্ত্রীর মুখে কি এ কথা মানায়? বলছেন ৪ জুন ভোট হয়ে গেলে বেছে বেছে গ্রেফতার করবেন, জেলে পাঠাবেন৷ আরে এজেন্সি দিয়ে গোটা দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন৷ গণতন্ত্রকে জেলে পাঠিয়ে দিয়েছেন৷ আপনার এক পকেটে এনআইএ, এক পকেটে সিবিআই৷ এক পকেটে ইডি, অন্য পকেটে ইনকাম ট্যাক্স৷ ইডি, ইনকাম ট্যাক্স তো বিজেপির ফান্ড কালেকশন বক্স৷ আপনি কাকে ধমক দিচ্ছেন? আমরা আপনার ধমকে ভয় পাই না৷ আমাদের পাঁচ জন ছেলেকে গ্রেফতার করবেন তো কি হয়েছে, তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন৷ আপনি হেমন্তকে গ্রেফতার কেন করালেন? দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী ছিলেন৷ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলেন৷ তাতেও কিছু হবে না, ওরা আরও বেশি ভোটে জিতবে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!