বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুরোহিতের পোশাক পরে রয়েছে পুলিশ। এবার তা নিয়ে বিতর্ক চরমে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা করলেন। তিনি বলেন, পুলিশ অফিসারদের এই পোশাক এই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পুলিশের নিয়ম অনুসারে একজন পুলিশ কি পুরোহিতের পোশাক পরতে পারেন, প্রশ্ন তুললেন অখিলেশ। যারা এই নির্দেশ দিয়েছে তাঁদের অবিলম্বে সাসপেন্ড করা উচিত। যদি পরবর্তীকালে কোনও দুষ্কৃতী এর সুযোগ নিয়ে তীর্থযাত্রীদের লুঠ করে তবে উত্তর প্রদেশ সরকার কি তার দায় নেবেন ? যে ছবি সমাজবাদী পার্টির পক্ষ থেকে পেশ করা হয় সেখানে দেখা যায় পুরুষ পুলিশ অফিসাররা ধুতি-কুর্তা পরে রয়েছেন এবং মহিলা পুলিশরা সালোয়ার-কুর্তা পরে রয়েছেন। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সাফাই দিয়েছেন বারাণসী পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল। তিনি জানিয়েছেন, পুলিশের পোশাকে না থেকে সাধারণ পোশাকে থাকলে অনেক তীর্থযাত্রীদের সঙ্গে অনেক বেশি সহজভাবে কাজ করতে পারছে প্রশাসন। তাই এই ব্যবস্থা।
Related Posts
উত্তরপ্রদেশের ফারুখাবাদে ছাত্রীকে ধর্ষণ করল স্কুলেরই পিওন! তার জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা
স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল স্কুলেরই পিওন! তার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। মহারাষ্ট্রের বদলাপুরের পর এমন অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ফারুখাবাদে। কিশোরীর শারীরিক গঠনে পরিবর্তন আসার পর তার পরিবার জানতে পারে, কয়েক মাস আগেই সে ধর্ষণের শিকার হয়েছিল। ধর্ষণ করেছিল তার স্কুলেরই পিওন। অভিযুক্তের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে পুলিশ। […]
মধ্যপ্রদেশে জীবন্ত অবস্থায় ২ মহিলাকে মাটিতে পুঁতে দেওয়ার ভয়াবহ কাণ্ডের ভিডিও প্রকাশ্যে আস্তেই সক্রিয় হল জাতীয় মহিলা কমিশন
রাস্তা নির্মাণ নিয়ে শুরু হয় বিরোধ। যে জমিতে রাস্তা নির্মাণ হচ্ছিল, সেটি লিজ নেওয়া জমি বলে দাবি করে, রাস্তা নির্মাণের বিরোধিতা করেন দুই মহিলা। এরপর, ট্রাকে আসা নুড়ি ওই প্রতিবাদরত মহিলাদের উপর ঢেলে দেওয়া হয়। তাদের জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করা হয়। পরে তাঁদের জীবন্ত অবস্থায় অর্ধেক পুঁতে ফেলতে দেখা যায়। গোটা ঘটনার ভিডিয়ো সামনে […]
চলন্ত ট্রেনে কিশোরীর শ্লীলতাহানি, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত রেলকর্মীর
নারী নির্যাতনের নানা ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যে হামসফর এক্সপ্রেসে এবার নাবালিকার শ্লীলতাহানির ঘটনা। তার জেরে অভিযুক্ত রেলকর্মীকে পিটিয়ে খুন করল নির্যাতিতার পরিবার সহ অন্য যাত্রীরা। পুলিস জানিয়েছে, ১১ বছরের ওই নাবালিকার পরিবার বিহারের বারাউনি থেকে দিল্লির উদ্দেশে হামসফর এক্সপ্রেসে ওঠে। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ কিশোরীকে নিয়ে তার মা শৌচাগারে গেলে গ্রুপ […]