অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, জলপাইগুড়িতে ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার দেওয়া হবে। অনুমতি মেলেনি নির্বাচন কমিশনের। কিন্তু জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে তিনি ঘোষণা করেন, ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জলপাইগুড়িতে ৩১ তারিখ হয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত, তাদের সঙ্গে দেখা করতেই আজ আসা। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে এই মুহূর্তে সবটাই আছে। আমরা চিঠি লিখে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ির ব্যবস্থা করার জন্য অনুমতি চেয়েছিলাম। রাজ্য সরকার সেই বাড়ি করে দিত। এই দাবি নিয়ে ১০ জন সদস্য গিয়েছিলেন কমিশনে। তাঁদের টেনে হিঁচড়ে, পুলিশের ভ্যানে তুলেছে। ২৪ ঘণ্টা একটা থানায় তাঁরা বসেছিলেন। এই লোকসভার সাংসদ আপনাদের ভোটে জিতেছিল। ১৩ দিন হয়ে গেল, ১৩ লাইনের একটা চিঠি আপনাদের জন্য কেন্দ্রকে লেখেন নি।’’ তাঁর কথায়, ‘‘ইসি (নির্বাচন কমিশন) আমাদের সরকারের বিরুদ্ধে কেস করতে চাইলে করতেই পারে, কিন্তু আমরা অর্থসাহায্য করবই।’’ পাশাপাশি, আবাস প্রকল্পে ‘বঞ্চনা’ নিয়েও বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘‘আবাসের টাকাও ওরা আটকেছে!’’
Related Posts
ভোট মিটলেই ‘রি-পোলের’ দাবি করবো’, ৪র্থ দফার অন্তিম লগ্নে এসে দাবি অধীর রঞ্জন চৌধুরীর
৪র্থ দফার অন্তিম লগ্নে অধীর রঞ্জন চৌধুরীর মুখে শোনা গেল পুনর্নির্বাচনের কথা। ‘আমরা নির্বাচন কমিশনের কাছে রি-পোলের দাবি করবো। গুটিকয়েক বুথে আমাদের ভোট করতে দেওয়া হয়নি। ৯ থেকে ১০টি বুথে ছাপ্পা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অধীর চৌধুরী হারুক বিজেপি জিতুক।’ তিনি আরও বলেন, ‘বেশিরভাগটাই শান্তি শৃঙ্খলায় ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও যাঁরা পুলিশের দালাল […]
‘কাঁথিতে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়?’ জঙ্গি গ্রেফতারি কাণ্ডে নাম না করে শুভেন্দুকে নিশানা কুণালের
বাঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের বাংলা যোগ ঘিরে শুপরু রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমলে বাংলা জেহাদিদের স্বর্গ হয়ে উঠেছে। পালটা দিয়েছে তৃণমূলও। দুই মূলচক্রীকে ‘অধিকারী গড়’ হিসেবে পরিচিত কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে […]
সিএএ নিয়ে ফের মমতাকে তোপ অমিত শাহের
কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু হওয়ার পর প্রথমবার বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এসেই তিনি সিএএ ইস্যুতে সরাসরি তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ কেন মমতা সিএএ-র বিরুদ্ধে সরব, সেই ব্যাখ্য়াও দিলেন তিনি ৷ বললেন, ‘‘অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক ৷’’বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ ৷ […]