চলতি বছরে আগস্টেই চালু হবে কালীঘাট স্কাইওয়াক। নববর্ষের প্রাক্কালে কালীঘাটের মন্দিরে পুজো দেওয়ার পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী বলেন, অগাস্ট মাসের মধ্যে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের কাজ শেষ হবে। নির্মাণের কাজ শেষ হলেই জনসাধারণের জন্য তা চালু করে দেওয়া হবে। চৈত্র সংক্রান্তিতে প্রতিবছরের মতো এবারও কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী। পুজো দেওয়ার পর মন্দির ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা, অভিষেক কন্যা আজানিয়াও। ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। কালীঘাটে মন্দির সংস্কারের পাশাপাশি চলছে স্কাইওয়াক নির্মাণের কাজও। স্কাইওয়াক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এখনও আমরা অফিশিয়ালি ওপেন করিনি। কারণ যতক্ষণ স্কাইওয়াকের কাজটা শেষ হচ্ছে, ততদিন হকারদের এনে বসানো যাবে না। সব কিছু একটা সিস্টেমে আনতে হবে।” কালীঘাট মন্দির সজ্জা নিয়ে এদিন মমতা বলেন, “মুকেশরা মন্দিরের চূড়াটা করে করেছে। আমরা সংস্কারের কাজ করছি। প্রায় ২০০ কোটি টাকা আমাদেরও খরচ হয়েছে।” সাংবাদিকদের সুসংবাদ জানানোর পর সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মন্দির ছাড়েন মুখ্যমন্ত্রী। ক্ষিণেশ্বরে মন্দিরের স্কাইওয়াকের পর কালীঘাট মন্দিরের স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু করেছিল রাজ্য সরকার। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে কয়েক মাসের মধ্যেই শুরু হচ্ছে এই স্কাইওয়াক।
Related Posts
রাজ্যের নয়া কারামন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা
অখিল গিরিকে ইস্তফা দিতে হয়েছিল কারামন্ত্রীর পদ থেকে। এখন সেই পদের দায়িত্বে এলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে এবার থেকে কারা দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। আজ, বুধবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। সুতরাং বীরভূমের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের উপর রাখলেন না আস্থা। অখিল গিরির […]
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সাংসদ পদ ও রাজনীতি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় আমলা জহর সরকার
আরজি কর আবহের মধ্যেই বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের । দলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করলেন জহর সরকার । সাম্প্রতিক অতীতে একাধিক বিষয় নিয়ে দলের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল তাঁর সঙ্গে । তবে সেই সময় বিষয়টি দলীয় উদ্যোগে সামলে নেওয়া হয়েছিল । কিন্তু আরজি কর আবহে যেভাবে প্রবল-জনরোষের মুখে তৃণমূল কংগ্রেসের সরকারকে পড়তে হয়েছে, […]
Narco Test: সিবিআই চাইছে, কিন্তু অভিযুক্ত সঞ্জয় রাই নারকো টেস্ট করাতে নারাজ, তাই অনুমতি দিল না আদালত
সঞ্জয় রাইয়ের নার্কো পরীক্ষার অনুমতি দিল না আদালত। শুক্রবার বেলায় আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। ২টো নাগাদ তাকে আবার আদালত থেকে বের করে আনে সিবিআই।সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল। বিচারকের চেম্বারে বিচারকের সামনে সঞ্জয় রাইয়ের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই সময় উনি সম্মতি দেননি। এর পর আদালতে সঞ্জয়ের […]