একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছিল আয়কর দফতরের বিরুদ্ধে। এবার রিপোর্টে দাবি করা হল, তামিলনাড়ুতে তল্লাশি চালানো হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে। তবে জানা যাচ্ছে, সোমবার সকালের এই তল্লাশি চালিয়েছিলেন নির্বাচনী আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য হেলিকপ্টারে করে তামিলনাড়ুর নীলগিরিতে যান রাহুল গান্ধী। তাঁর হেলিকপ্টার সেখানে অবতরণ করতেই নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’-এর আধিকারিকরা পৌঁছে যান এবং হেলিকপ্টারে তল্লাশি চালান।
Related Posts
সিটের হাতে তুলে দেওয়া হল যৌন কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত প্রজ্জল রেভান্নকে
যৌন কেলেঙ্কারি ভিডিও কাণ্ডে জেডিএসের প্রাক্তন সাংসদ প্রজ্জল রেভান্নকে সিটের হাতে তুলে দেওয়া হল। তাঁর বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জল ১৮ জুন পর্যন্ত সিটের হেফাজতে থাকবে। আদালত এর আগে তাঁকে ২৪ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। বেঙ্গালুরু প্রধান সংশোধনাগারে প্রজ্জলকে পাঠানো হয়েছিল ১০ জুন পর্যন্ত। তবে এই নির্দেশের […]
রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার চালকবিহীন এয়ারক্রাফ্ট
ভেঙে পড়ল বায়ুসেনার এয়ারক্রাফ্ট ৷ বৃহস্পতিবার সকালে রাজস্থানের জয়সলমেরে এই দুর্ঘটনা ঘটে ৷ তবে ওই এয়ারক্রাফ্টটিতে কোনও পাইলট ছিল না ৷ এটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট ৷ কারও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ অকুস্থলের দূরত্ব জয়সলমীর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ৷ খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার আধিকারিকরা ৷ বায়ুসেনার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, […]
হরিয়ানায় পরাজয়ের শঙ্কা! ভোট পিছনোর আর্জি বিজেপির
ঘোষণা হয়ে গিয়েছে হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। সবপক্ষই নেমেও পড়েছে ভোটের ময়দানে। এর মধ্যেই হঠাৎ ভোটের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানাল রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। এজন্য তারা দ্বারস্থও হয়েছে নির্বাচন কমিশনের। আর তাতেই রাজ্যজুড়ে শোরগোল চরমে। হঠাৎ ভোট পিছনোর দাবি তোলায় কংগ্রেসের কটাক্ষের মুখে পড়েছে গেরুয়া শিবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বলেছেন, ‘ এ […]