শুধু বিজেপি নয়, রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন তৃণমূলের

রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন রাজ্যের শাসক শিবিরের। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই খোদ কলকাতায় তৃণমূল নেতাদের উদ্যোগে পালিত হচ্ছে রাম নবমীর শোভাযাত্রা।  খুব তাৎপর্যপূর্ণ ব্যারাকপুর অঞ্চল। সেখানে তৃণমূল নেতাদের আয়োজনে ছোট বড় প্রায় কুড়িটি রাম নবমীর মিছিল বের হতে চলেছে । বিকেল চারটে নাগাদ ব্যারাকপুরে রামনবমীর মিছিলে পা মেলাবেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। আবার মেদিনীপুর শহরে তৃণমূলের উদ্যোগে পালিত হচ্ছে দু’টি রাম নবমীর শোভাযাত্রা। ঘাটালেও তৃণমূল প্রার্থী দেব এবং জেলা সভাপতি অজিত মাইতি পা মেলাচ্ছেন রাম নবমীর মিছিলে। তবে উল্ল্যেখযোগ্য, শুধু মাত্র খড়গপুর জুড়ে বারোটি রাম নবমীর মিছিল আয়োজন করেছে তৃণমূল নেতৃত্ব। আবার হাওড়া শহরে সকাল বেলাই রাম নবনীর মিছিলে শামিল হয়েছেন প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায় । বীরভূম জেলা জুড়েও তৃণমূল নেতৃত্বের উদ্যোগে রাম নবমীর মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সাঁইথিয়া-রামপুরহাট-বোলপুর সহ বহু জায়গায় রামনবমী পালিত হচ্ছে। বিশেষত জেলার হিন্দিভাষী অঞ্চলে রামনবমীর মিছিল বিশেষ ভাবে পালন করছে তৃণমূল নেতৃত্ব।রাম নবমীর শোভাযাত্রা বাংলায় আগেও হতো। বিশেষত খড়গপুর-আসানসোলে পালিত হত রাম নবমী। কিন্তু তাতে রাজনীতির রং ছিল না। পরবর্তী সময়ে রাম বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে পড়ে গেরুয়া উত্থানের সঙ্গে সঙ্গে। বিগত বেশ কিছু বছর ধরে হিন্দুত্ববাদী সংগঠনের পাশেই পাল্লা দিয়ে রাম পুজো এবং শোভাযাত্রার আয়োজন করে চলেছে তৃণমূলও। উত্তর কলকাতায় তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা র পরিচালনায় বিকেলে পালিত হবে রাম নবমীর মিছিল। ওই সময় দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় রামনবমীর মিছিলে পা মেলাবেন ভবানীপুর অঞ্চলে ৭০ নম্বর ওয়ার্ডে ।

error: Content is protected !!