রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন রাজ্যের শাসক শিবিরের। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই খোদ কলকাতায় তৃণমূল নেতাদের উদ্যোগে পালিত হচ্ছে রাম নবমীর শোভাযাত্রা। খুব তাৎপর্যপূর্ণ ব্যারাকপুর অঞ্চল। সেখানে তৃণমূল নেতাদের আয়োজনে ছোট বড় প্রায় কুড়িটি রাম নবমীর মিছিল বের হতে চলেছে । বিকেল চারটে নাগাদ ব্যারাকপুরে রামনবমীর মিছিলে পা মেলাবেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। আবার মেদিনীপুর শহরে তৃণমূলের উদ্যোগে পালিত হচ্ছে দু’টি রাম নবমীর শোভাযাত্রা। ঘাটালেও তৃণমূল প্রার্থী দেব এবং জেলা সভাপতি অজিত মাইতি পা মেলাচ্ছেন রাম নবমীর মিছিলে। তবে উল্ল্যেখযোগ্য, শুধু মাত্র খড়গপুর জুড়ে বারোটি রাম নবমীর মিছিল আয়োজন করেছে তৃণমূল নেতৃত্ব। আবার হাওড়া শহরে সকাল বেলাই রাম নবনীর মিছিলে শামিল হয়েছেন প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায় । বীরভূম জেলা জুড়েও তৃণমূল নেতৃত্বের উদ্যোগে রাম নবমীর মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সাঁইথিয়া-রামপুরহাট-বোলপুর সহ বহু জায়গায় রামনবমী পালিত হচ্ছে। বিশেষত জেলার হিন্দিভাষী অঞ্চলে রামনবমীর মিছিল বিশেষ ভাবে পালন করছে তৃণমূল নেতৃত্ব।রাম নবমীর শোভাযাত্রা বাংলায় আগেও হতো। বিশেষত খড়গপুর-আসানসোলে পালিত হত রাম নবমী। কিন্তু তাতে রাজনীতির রং ছিল না। পরবর্তী সময়ে রাম বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে পড়ে গেরুয়া উত্থানের সঙ্গে সঙ্গে। বিগত বেশ কিছু বছর ধরে হিন্দুত্ববাদী সংগঠনের পাশেই পাল্লা দিয়ে রাম পুজো এবং শোভাযাত্রার আয়োজন করে চলেছে তৃণমূলও। উত্তর কলকাতায় তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা র পরিচালনায় বিকেলে পালিত হবে রাম নবমীর মিছিল। ওই সময় দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় রামনবমীর মিছিলে পা মেলাবেন ভবানীপুর অঞ্চলে ৭০ নম্বর ওয়ার্ডে ।
Related Posts
প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে বিপত্তি, কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি, আটক ২ মহিলা
নকল সোনা প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে বিপত্তি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। তবে হতাহতের কোনও খবর নেই। এখনও পর্যন্ত ২ মহিলাকে আটক করেছে পুলিশ। সূত্রে খবর, কুলতলির জালাবেড়িয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পয়তারহাট এলাকায় চোরাই সোনার ব্যবসার রমরমা। সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে। তা রুখতে প্রায়শয়ই এলাকায় হানা দেয় পুলিশ। […]
দুষ্কৃতীর খোঁজে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশের তল্লাশি
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ভাড়া বাড়িতে পুলিশি হানা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁর অফিসে হানা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে তাঁর ভাড়া বাড়িতে হানা দেওয়া হয়েছিল। এক দুষ্কৃতীর খোঁজে তাঁর ভাড়া বাড়িতে হানা দেওয়া হয়েছিল বলে […]
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারে জোর ধাক্কা খাবে বিজেপি! দাবি মমতার
একদিকে নরেন্দ্র মোদি, অমিত শাহরা দাবি করছেন, এনডিএ চারশো আসন পার করবে৷ রেকর্ড সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে প্রায় প্রতিটি জনসভাতেই দাবি করছেন, লোকসভা নির্বাচনে গোটা দেশে দুশো-র গণ্ডি পেরোবে না বিজেপি৷ এ দিন পূর্ব বর্ধমানের আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যেই প্রত্যাশিত আসন সংখ্যায় পৌঁছতে […]