বুধবার ত্রিপুরায় এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্যত “ভগবান শ্রী রাম চন্দ্রের”-এর নামেই বিজেপি প্রার্থীদের জন্য ভোট চাইলেন ! ভাষণমঞ্চ থেকেও “রামলালার জন্য” ত্রিপুরা থেকে দুটি পদ্ম (দুটো আসন) পাঠানো হবে বলে ঘোষণা করা হয়। প্রথম দফা ভোটের প্রচার শেষ হওয়ার আগে অসমের নলবাড়িতে সভা করে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক “বিজয় শঙ্খনাদ মহাসমাবেশ”-এ সংক্ষিপ্ত ভাষণ পেশ করেন প্রধানমন্ত্রী। দৃশ্যতই তাঁকে খুব ক্লান্ত লাগছিল। ভাষণে গলাও ছিল খাদে নামানো। সমাবেশে আগের সেই উচ্ছ্বাস নজরে না পড়লেও লোক সমাগম ভালোই ছিল। মোদি শুরুই করেন করজোড়ে দেবদেবীকে প্রণাম করে। বলেন, আজ রামনবমীর মহাতিথিতে অসমে মাতা কামাক্ষ্যা দেবীর ভূমি থেকে ত্রিপুরায় মাতা ত্রিপুরেশ্বরী দেবীর ভূমিতে এসে তাঁকেও প্রণাম করার সৌভাগ্য হলো। তাঁর কথায়, “পাঁচশো বছরের সুদীর্ঘ সময়কাল পরে আজই প্রথম এমন রামনবমী এলো যখন ভগবান রাম অযোধ্যায় ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। সেখানে প্রভুর মস্তকে সূর্যকিরণ পতিত হচ্ছে। আর উত্তর পূর্বাঞ্চলেই সেই সূর্যের কিরণ প্রথম আসে।” নিজেই নিজের পিঠ চাপড়ে নরেন্দ্রভাই বলেন, মোদিই ভারতের একমাত্র প্রধানমন্ত্রী, যে গত দশ বছরে ৫০ বারের বেশি এই উত্তর পূর্বাঞ্চলে এসেছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের লুক-ইস্ট পলিসি-কে তিনি “লুট-ইস্ট পলিসি” বলে বিদ্রূপ করেন। বলেন, আমি লুট-ইস্টে তালা লাগিয়ে অ্যাক্ট-ইস্ট চালু করেছি। ফলে বিকশিত ভারতের সঙ্গে ত্রিপুরা সমেত উত্তর পূর্বাঞ্চলও এখন বিকশিত হচ্ছে। ভাষণ শেষ হতেই নির্বাচনী জনসভার ঘোষিকার কন্ঠে মোদিজিকে “রামলালার এক রূপ” বলেও উল্লেখ করতে শোনা যায়।
Related Posts
আমুলের পর দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি
আমুলের পর এবার দুধের দাম বাড়িয়েছে মাদার ডেইরিও। ৩ জুন থেকে প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়িয়েছে সংস্থাটি। এই বৃদ্ধির পর, এখন মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম বেড়েছে প্রতি লিটারে ৬৮ টাকা, টনড দুধের দাম ৫৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৬ টাকা। মাদার ডেয়ারি দুগ্ধ খামারিদের কাছ থেকে কোম্পানির কাঁচা দুধ সংগ্রহের ব্যয় […]
‘২ দিন পর ইস্তফা দেব’, জেল থেকে বেরিয়ে বড় ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের
দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘিদন জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। তিহাড় থেকে মুক্তি পাওয়ার পর রবিবার বড় ঘোষণা করলেন তিনি। এ দিন অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণা, ‘আগামী দু’দিনের মধ্যে পদত্যাগ করব। মানুষের রায়ে যদি নির্বাচিত হই, তবেই ফিরব।’ নভেম্বরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন করানো হোক বলেও উল্লেখ […]
উত্তরপ্রদেশে জাতীয় সড়কে উদ্ধার মহিলার নগ্ন মুণ্ডহীন দেহ, যোগী রাজ্যে চাঞ্চল্য
উত্তরপ্রদেশে জাতীয় সড়ক থেকে উদ্ধার হলো এক মহিলার নগ্ন, মুণ্ডহীন দেহ। কানপুরের গুজাইনিতে জাতীয় সড়কের উপর বুধবার রাতে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে মহিলাকে ধর্ষণের পরে খুন করা হয়েছে বলে অনুমান। ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও মহিলার পরিচয় জানতে পারেনি যোগী রাজ্যের পুলিশ। এলাকার CCTV ফুটেজ দেখা হচ্ছে। জাতীয় সড়কের অপর প্রান্তে […]