দেশের নতুন নৌবাহিনী প্রধান হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের জায়গায় বসতে চলেছেন। ৩০ এপ্রিল অবসর গ্রহণ করবেন অ্যাডমিরাল আর হরি কুমার। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম, এনএম, বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, ১৫ মে, ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন, ১ জুলাই, ১৯৮৫-এ ভারতীয় নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন যোগাযোগ এবং ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃত। তিনি প্রায় ৩৯ বছর ধরে দীর্ঘ ও বিশিষ্ট সেবা দিয়েছেন। নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
Related Posts
বিকেল ৫টা পর্যন্ত দেশে জুড়ে গড় ভোটদানের হার ৫৮.৩৪ শতাংশ, বাংলায় ৬৯.৮৯ শতাংশ
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট চলছে। বিকেল ৫টা পর্যন্ত দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ৫৮.৩৪ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত বাংলাই ভোটদানের হার ফের দেশের শীর্ষে। বাংলার কথা ধরলে ডায়মন্ড হারবারের দিকেও নজর থাকলে সকলের। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, […]
মুখ্যমন্ত্রীকে শো-কজ রাজ্যপালের, পালটা মন্ত্রিসভার বৈঠক ডেকে রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করল কর্ণাটক সরকার
মুখ্যমন্ত্রীকে শো-কজ করেছিলেন রাজ্যপাল ৷ তার পালটা মন্ত্রিসভার বৈঠক ডেকে রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করল রাজ্য সরকার ৷ পাশাপাশি শো-কজ নোটিশ প্রত্যাহারের কথাও বলা হয়েছে ৷ কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে একটি বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন ৷ তা প্রত্যাহার করার পরামর্শ দিয়েছে সরকার ৷ রাজ্যের সাংবিধানিক প্রধান মইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA) সংক্রান্ত […]
দলের সম্মতি নেই, লোকসভার প্রোটেম স্পিকারের দায়িত্বে ‘না’ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
সাংসদদের শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার তৈরি করা প্রোটেম স্পিকারদের তালিকায় নাম ছিল তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের । তবে সেই দায়িত্ব পালন করবেন না তিনি ৷ সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা । তাঁর কথায়, “দল চায় না ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে কোনও প্রভাব পড়ুক । আমি বরাবরই দলের অনুগত সৈনিক […]