বেঙ্গল কেমিক্যালের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ২ শিশু সহ ৩

বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে এসে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি শিশু সহ মোট তিনজনকে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। গাড়ির নীচেই চাপা পড়ে যায় তারা। স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ, কাকুরগাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যাল মোড়ের দিকে খুব দ্রুতবেগে আসছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা মারে। অভিযোগ চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। ঘটনার পর চালক পলাতক। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ।

error: Content is protected !!