আগামী ২৬ এপ্রিল রাজ্য তথা দেশে দ্বিতীয় দফার ভোট ৷ তাপপ্রবাহ সত্ত্বেও প্রচার জারি রেখেছে সবক’টি রাজনৈতিক দল। দ্বিতীয় দফার আগে বঙ্গে প্রচারের নীল নকশা সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির ৷ সেই প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপি’র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিংহ ৷ তালিকায় নাম রয়েছে যোগী আদিত্যনাথেরও ৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ এপ্রিল দার্জিলিঙে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিনই মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং দার্জিলিঙে নির্বাচনী প্রচার সারবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ দ্বিতীয় দফার প্রচারের আগে রাজ্যে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও । দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সভা করবেন শৈলরানিতে ৷ তবে তিনি কবে সেখানে সভা করবেন সেই তারিখ এখনও চূড়ান্তভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি।দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে নির্বাচন । ২০১৯ লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি ৷ বিজেপি’র টিকিটে জিতেছিলেন রাজু বিস্তা। রাজনৈতিক প্রেক্ষিতে দার্জিলিং বেশ গুরুত্বপূর্ণ। সেখানে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের পাশাপাশি রয়েছে পৃথক রাজ্যের বিষয়টিও। সাধারণত দেখা যায় দার্জিলিঙে একই প্রার্থীকে দু’বার ভোটের টিকিট দেওয়া হয় না ৷ কিন্তু মিথ বদলে এবারেও রাজু বিস্তাতে টিকিট দিয়েছে গেরুয়া শিবির ৷দার্জিলিং কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি’র প্রচারে তাই ভরসা শাহ, যোগী ও রাজনাথরা ৷ পদ্ম শিবিরের এই তিন হেভিওয়েট নেতাকে পাঠিয়ে পাহাড়ে পদ্ম ফোটানোর পক্রিয়া জারি রাখতে চাইছে তারা ৷
Related Posts
মাইথন-পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিভিসি, রাজ্য বন্যা পরিস্থিতি অবনতি!
একটানা ভারী বৃষ্টির জেরে পূর্ণ হয়ে রয়েছে মাইথন, পাঞ্চেত-সহ একাধিক জলাধার। তাই শুক্র এবং শনিবারের পরে রবিবারও মাইথন এবং পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কথা জানাল ডিভিসি। ডিভিসি সূত্রে খবর রবিবার বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে পাঞ্চেত জলাধার থেকে। অল্প পরিমাণে জল ছাড়া হয়েছে মাইথন থেকেও। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ১,১৪,০০ কিউসেক […]
বরানগরে বন্ধ ঘরের ভিতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নববর্ষের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনার সাক্ষী বরানগর। একটি বাড়ি থেকে তিনজনের পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। নিরঞ্জন সেন নগর এলাকায় একটি বাড়ি থেকে বাবা, ছেলে ও নাতির দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মৃতদের নাম শংকর হালদার (৭০), অভিজিত হালদার ওরফে বাপ্পা (৪২), দেবপর্ণ হালদার (১৫)। আত্মহত্যা, নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে বরানগর […]
ছেলেধরা গুজব অব্যাহত, এবার বনগাঁয় শিশু চোর সন্দেহে মারধর
রাজ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না ছেলেধরার গুজব। বারাসত, খড়দার পর এবার বনগাঁয় ছেলেধরা সন্দেহে এক ভবঘুরেকে বেধরক গণপ্রহার করার অভিযোগ উঠল। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই ভবঘুরেকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মারধরের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, ছেলেধরা গুজব রুখতে নিয়মিত প্রচার চালাচ্ছে পুলিশ। অথচ উত্তর ২৪ পরগনাতেই গত কয়েকদিন ধরে বারবার এই ঘটনা ঘটছে। যার […]