প্রয়াত গ্র্যামিজয়ী গায়িকা মান্দিসা

প্রয়াত হলেন গ্র্যামিজয়ী গায়িকা মান্দিসা ৷ টেনেসির ফ্রাঙ্কলিনে তাঁর বাড়িতে রহস্যজনক মৃত অবস্থায় পাওয়া গেছে গায়িকাকে। আমেরিকান আইডল তারকা এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী গায়িকা মান্দিসার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীত জগতে। মাত্র ৪৭ বছর বয়সে অকালে চলে গেলেন গায়িকা৷ মান্দিসার মৃত্যুর খবর নিশ্চিত করে আবেগঘন পোস্ট করা হয়েছে তাঁর সোশ্যাল মিডিয়ায়৷ পোস্টে লেখা রয়েছে, মান্দিসাকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে৷ তবে তাঁর মৃত্যু কারণ এখনও স্পষ্ট নয়৷ এই মুহূর্তে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভক্তরা৷ ২০০৬ সালে আমেরিকান আইডল জিতেছিলেন মান্দিসা৷ তারপর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে৷ একাধিক গান গেয়ে সকলের মন জিতে নিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ডও জিতেছিলেন তিনি৷ গায়িকার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ফ্র্যাঙ্কলিন পুলিশ তাঁর মৃত্যুর কারণ খুঁজছে।

error: Content is protected !!