সলমনের অপেক্ষায় ‘বজরঙ্গি ভাইজান ২’, তৈরি চিত্রনাট্য

হিন্দি সিনেমার জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবির পর কবে তার সিক্যুয়েল আসবে এরই অপেক্ষায় ছিলেন সলমন অনুরাগীরা ৷ তাঁদের জন্য সুখবর ৷ অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে ৷ ‘বজরঙ্গি ভাইজান ২’-এর চিত্রনাট্য তৈরি রয়েছে ৷ শুধু সলমন খানের হ্যাঁ-এর অপেক্ষায় ৷ ভাইজান দুবাই থেকে ফিরলেই তাঁকে চিত্রনাট্য শোনাবেন নির্মাতারা ৷ এরপরই সলমনের সম্মতি মিললে শুরু হবে ছবির কাজ ৷ আয়ুশ শর্মার আসন্ন ছবি রুসলান-এর প্রযোজক কেকে রাধামোহন সম্প্রতি ছবির প্রচারে এসে এই সুখবর দিয়েছেন। তাঁর কথা থেকেই উঠে এসেছে যে ‘বজরঙ্গি ভাইজানে’র সিক্যুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার কথাটি । শীঘ্রই স্ক্রিপ্ট নিয়ে সলমন খানের সঙ্গে দেখা করা হবে বলেও জানান তিনি।

error: Content is protected !!