নির্বাচনী প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । তাঁকে ছুড়ে মারা হয় জল । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে পড়েন শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায় । বিজেপি সূত্রে খবর, আজ সারাদিন বাগদা বিধানসভায় একাধিক নির্বাচনী কার্যক্রম রয়েছে শান্তনু ঠাকুরের । সকালে পুরাতন বাজারের রাধাবল্লভ মন্দিরে পুজো যান তিনি । অভিযোগ, সেই সময় কয়েকজন মহিলা ও পুরুষ তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন । ভিড়ের মধ্যে থেকে একজন শান্তনুকে লক্ষ্য করে জলও ছুড়ে মারেন বলে অভিযোগ । এতেই ক্ষেপে যান বিজেপি কর্মী সমর্থকেরা । দুই পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি । যাকে কেন্দ্র করে উত্তেজনার ছড়ায় এলাকায় । শান্তনুর করা অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস । তিনি বলেন, সাধারণ মানুষ সাংসদ হিসাবে শান্তনুকে পাঁচ বছর দেখতে পায়নি । কোনও কাজ করেনি । সাধারণ মানুষ সেইটা জানতে গিয়েছিলেন । সেখানে মহিলাদের মারধর করেছে । উত্তরপ্রদেশের সংস্কৃতি এখানে আনতে চাইছে । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । বিক্ষোভকারী এক মহিলা আহত অবস্থায় হাসপাতালে বলেন, “আমরা কোনও দলের হয়ে যাইনি ৷ শান্তনু ঠাকুরের কাছে জানতে গিয়েছিলাম গত পাঁচ বছর তিনি কোথায় ছিলেন ! লকডাউনে আমরা খেয়ে আছি কি না দেখতে আসেনি । আমাদের বিজেপির কর্মীরা মারধর করেছেন । পুরুষ কর্মীরাও মেরেছেন ।”
Related Posts
বাংলাজুড়ে বন্যা পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিল, জরুরি বৈঠক নবান্নে
নাগাড়ে তিনদিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতা–সহ জেলাজুড়ে লাগাতার বৃষ্টি চলছে। তার জেরে একাধিক জেলায় পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। এই আবহে জেলাশাসকদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন মুখ্যসচিব। সতর্ক থাকার পাশাপাশি এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। আজ, শনিবার দুপুরে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্যসচিব। আজ একটি ছবি সোশ্যাল […]
ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূলের রেয়াত হোসেন সরকার, বরাহনগরে এগিয়ে সায়ন্তিকা ব্যানার্জি
লোকসভা ভোটের গণনা চলছে। বাংলায় সবুজ ঝড়ের ইঙ্গিত। এরই মধ্যে ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার। ১৮ রাউন্ডের গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট ১,০৭,০১৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অঞ্জু বেগম পেয়েছেন ৯১,৪০৩ ভোট। জয়ের ব্যাবধান ১৫,৬১৫। বিজেপি প্রার্থী ভাস্কর সরকার পেয়েছেন ১৭২৬৫ ভোট। এছানড়া উপনির্বাচন হয়েছে বরানগরেও। সেখানে তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে লড়াই […]
ফাঁস সন্দেশখালির স্টিং ভিডিওর পার্ট-২, টাকা পেয়েছে ৭২ মহিলা, কতগুলি পিস্তল-মদ লাগবে! ফের বিস্ফোরক বিজেপি নেতা
সন্দেশকালিকাণ্ডে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। আন্দোলনাকারী মোট ৭২ জন মহিলাকে একবার করে টাকা দেওয়া হয়েছে। সেখানেও মহিলাদের ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল বলে দাবি গঙ্গাধরের। ওই ভিডিয়োয় এমনটাই দাবি করলেন স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি citynext। বিজেপি নেতা ওই ভিডিয়ো স্বীকার করেন নেন শুভেন্দু অধিকারী […]