বাংলার তিন আসনে নির্বাচন হচ্ছে শুক্রবার। তার মধ্যে এক আসনের প্রার্থী তিনি। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরেই উঠল গো ব্যাক স্লোগান উঠতেই মেজাজ হারালেন তিনি। জানা গেছে, ভোটের সকালে বুথের সামনেই বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে তপনে গো ব্যাক স্লোগান ওঠে। তপনের পাতিরাম গার্লস স্কুলের বুথের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ, এই স্লোগান তুলেছে তৃণমূল। তবে তার পরেই দেখা যায় সুকান্তকে তেড়ে যেতে। তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তিনি।হুমকি দেলেন আইসিকেও। বিজেপির অভিযোগ সেখানকার ভোটারদের প্রভাবিত করছে রাজ্যের শাসক দল। তারপরেই ঘটনাস্থলে যান সুকান্ত। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ন অস্বীকার করে, তৃণমূল উল্টে গেরুয়া শিবিরের বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছে।
Related Posts
রবিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমল’!
আগামী রবিবারই অতি শক্তশালী ঘূর্ণিঝড় ‘রিমল’-র ল্যান্ডফলের বা আছড়ে পড়ার সম্ভাবনা। ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে ঝড়ের অভিমুখ হতে পারে। ভারতের মৌসম ভবন নিশ্চিত করে না জানালেও বিশ্বের মডেলগুলি সেই ইঙ্গিত দিচ্ছে অভিমুখ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের উপকূলে। ভারতের মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য […]
ঝড়বৃষ্টির জেরে রাজ্যের ৫ জেলায় ১২ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
সোমবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। কম-বেশি প্রায় সব জেলাই ভিজেছে। সেই সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়াও। কালবৈশাখীর দাপটে কোথায় গাছ ভেঙেছে, কোথাও আবার বাড়ির চাল উড়েছে। তাপমাত্রাও কমেছে। তবে ঝড়বৃষ্টিতে প্রাণ হারালেন এ রাজ্যের ১২ জন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এ-ও জানান, প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলা করছে। […]
হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল, হাওড়ায় অস্ত্র হাতেই হল বিজেপির রামনবমীর মিছিল, বাজল ডিজেও
শর্ত সাপেক্ষে আদর্শ আচরণ বিধি লাগু থাকার মধ্যে রামনবমীর মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ রয়েছে, মিছিলে অস্ত্র নেওয়া যাবে না। কিন্তু কার্যত আদালতের নির্দেশ উপেক্ষা করেই অস্ত্র হাতে হাওড়ায় হল রামনবমীর মিছিল। তলোয়ার হাতে হাওড়ায় হল শোভাযাত্রা। মিছিলে সামিল বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। মধ্য হাওড়ায় রামনবমীর মিছিলে সামিল ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। […]