শেষ হল দেশের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানাচ্ছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬০.৯৬ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়। সব মিলিয়ে মোট ৮৮ আসনে ভোট হয়েছে। এর মধ্যে রয়েছে কেরলের ২০টি আসন। ১৪টি কর্নাটকের, রাজস্থানের ১৩টি, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে আটটি, মধ্যপ্রদেশের সাতটি, বিহার এবং অসমে পাঁচটি, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোটগ্রহণ হয়েছে। এ ছাড়াও জম্মু-কাশ্মীর, মণিপুর এবং ত্রিপুরায় একটি করে আসনে ভোট হয়েছে শুক্রবার। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন জানাচ্ছে, ভোটদানের হার প্রায় ৬১ শতাংশ। দেশের মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্য দিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৭৪ শতাংশ, ৫৩.০৩ শতাংশ এবং ৫৩.৫১ শতাংশ। দ্বিতীয় দফায় বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি। গত বারের লোকসভা ভোটের হারের সঙ্গে তুলনা করলে যা কিছুটা কমই। তবে প্রথম দফায় যদিও বা বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা সামনে এসেছে, দ্বিতীয় দফায় বড় কোনও গন্ডগোল হয়নি বলে দাবি করেছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। এ জন্য ওয়েব কাস্টিংয়ের কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে।
Related Posts
বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া বিস্কুট কারখানা
তারাতলায় ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেল। সূত্রের খবর, কোম্পানিতে স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন, অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। আড়াই হাজার টন প্রোডাকশন হত প্রতি বছর। ২০০৪ সাল থেকে যে আড়াইশো জন অস্থায়ী কর্মী কাজ করছিলেন তাঁদেরকে কোম্পানি কোনও টাকাপয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। এমনই দাবি অস্থায়ী কর্মীদের। স্থায়ী […]
মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশি মারলেনা
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি মারলেনা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েই পদত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কুর্সিতে এ বার আতিশি। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর তকমা পেলেন তিনি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। দিল্লির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে শনিবার সকালেই সাক্ষাৎ করেন […]
আদালতের সমালোচনা, বিচারপতির মন্তব্যকে “কলঙ্কজনক” বলল সুপ্রিমকোর্ট
এক অবমাননা মামলায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সমালোচনা করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এক বিচারপতি। সেই ঘটনায় হাইকোর্টের পর্যবেক্ষণকে “কলঙ্কজনক” এবং “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করল সুপ্রিমকোর্ট। বিচারপতি সেহরাওয়াতের একটি নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই সুপ্রিমকোর্টের সমালোচনা করেন তিনি। এদিকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ অবশ্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের […]