কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এডিটেড ভিডিও মামলায় এবার নোটিশ পাঠানো হল তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে। দিল্লি পুলিশের তরফে সোমবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। অমিত শাহর ফেক ভিডিয়ো অর্থাৎ এডিটেড ভিডিও প্রকাশ মামলার জেরেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। তাঁকে নিজের মোবাইল ফোন দিল্লি পুলিশের কাছে জমা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। ১ মে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে হাজিরা দিতে হবে বলে খবর। সম্প্রতি অমিত শাহর একটি এডিটেড ভিডিয়ো প্রকাশ পায় বলে খবর।ওই ফেক ভিডিওতে শাহকে বলতে শোনা যায়, বিজেপি ক্ষমতায় এলে এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণ পদ্ধতি তুলে দেওয়া হবে। তপশিলী জাতি, উপজাতি এবং ওবিসিদের যে সংরক্ষণ কোটা রয়েছে, তা ‘অসংবিধানিক’ বলেও মন্তব্য করতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অমিত শাহর ওই ফেক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিযোগ দায়ের করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। বিজেপিও একটি এফআইআর দায়ের করে। এরপরই অমিত শাহর এডিটেড ভিডিয়ো মামলায় নোটিশ পাঠানো হয় তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে।
Related Posts
‘আই অ্যাম ব্যাক!’ জেল থেকে বেরিয়ে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, শনিবার দুপুরে বড় ঘোষণা
অবশেষে জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েকঘণ্টার মধ্যেই তিহাড় জেল থেকে বেরিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রীর। জেল থেকে বেরিয়েই জনতার দরবারে দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপচে পড়েছিল আপ কর্মী-সমর্থকদের ভিড়। সকলের মাঝে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সকলকে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। সুপ্রিম কোর্টের সমস্ত […]
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা ৷ পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাতে সম্মতি দিয়েছে আম আদমি পার্টির সদস্যরা ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র দেবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের শিক্ষা, জলের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে ৷ ১৩ সেপ্টেম্বর দিল্লি আবগারি […]
এবার আসছে বন্দে ভারত মেট্রো
বন্দে ভারত মেট্রো দেশের অনেক বড় শহরের মধ্যে চলতে দেখা যাবে। প্রথমবারের মতো এই ট্রেনের আভাসও প্রকাশ পেয়েছে। চলতি বছরের জুলাইয়ে এই ট্রেনটি ট্রায়াল করা হবে। বন্দে ভারত মেট্রো কোচ তৈরি করা হয়েছে পঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে। রেলওয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রেলওয়ে প্রাথমিকভাবে প্রায় ৫০টি ট্রেন তৈরি করবে। ধীরে ধীরে এর সংখ্যা […]