শুধু ৩০টি আসন পাওয়ার অপেক্ষা। মোদিজির পাঠানো টাকা যারা খেয়েছে তৃণমূলের সেইসব গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয় যাদের বাড়ি থেকে টাকা বেরিয়েছে তাদের জেলে ঢোকানো হবে বলেও তিনি জানিয়ে দিলেন। শুধু তাই নয় ৩০ আসন পেলে বাংলাকে ১ নম্বর বানানোর কথাও ঘোষণা করে দিলেন অমিত শাহ। মেমারিতে আজ বিজেপির সমাবেশে বলেন, অনুপ্রবেশ কি রুখবেন মমতা দিদি? রুখবেন না। কারণ ওটা মমতাদিদির ভোটব্যাঙ্ক। শরণার্থীদের নাগরিকত্ব চাই নাকি চাই না। মমতা সিএএর বিরোধিতা করছেন। প্রতিটি শরনার্থীকে নাগরিকত্ব দেবে মোদি। এই ভোট সিদ্ধান্ত নেওয়ার ভোট। আপনারা ঠিক করুন পরিবারবাদ চান নাকি রামরাজ্য চান। আপনারা ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান? মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চান তো অসীম সরকারেক ভোট দিন। অযোধ্য়ায় রামমন্দির তৈরি হওয়া উচিত ছিল কি না ছিল না? গত ৭০ বছর ধরে কংগ্রেস রাম মন্দির তৈরির বিষয়টি ঠেকিয়ে রাখছিল। রাম মন্দির তৈরির সময়ে মমতা দিদিকে আমন্ত্রণ করা হয়েছিল। ভাইপোকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু উনি যাননি কারণ কি জানেন? দিদি অনুপ্রবেশকারীদের ভয় করেন। রামমন্দির দর্শনে গেলে অনুপ্রবেশকারীরা অসন্তুষ্ট হবে। কিন্তু মোদীজি প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন। কাশ্মীর আমাদের। ৩৭০ ধারা বাতিল করার প্রয়োজন ছিল কিনা? দিদি বলছেন ৩৭০ ধারা বাতিল করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের সব নেতাই বারেবারে অভিযোগ করেন কেন্দ্র রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। রাস্তা, একশো দিনের টাকা বাকী রেখে দিয়েছে কেন্দ্র। অমিত শাহ আরও বলেন, সন্দেশখালির মতো ঘটনা কোথাও হয়নি। ওখানকার অপরাধীদের জেলে ঢোকানো উচিত কিনা? মমতা দিদি বলছেন না। যারা সন্দেশখালিতে অত্যাচার করেছে সবাইকে জেলে ঢোকানো উচিত। অনুপ্রবেশ আটকানো উচিত কিনা? দিদি না বলছেন। শরনার্থী দের নাগরিকত্ব দেওয়ার কাজ হবে। রাস্তা, রেল, পাঁচ কেজি চাল, বাড়ি দেওয়ার প্রকল্প মোদিজির। ৩০ টি আসন দাও এক নম্বর হবে বাংলা। মা, মাটি মানুষের কথা বলেছে আর মোল্লা, মাদ্রাসা মাফিয়া হয়েছে।
Related Posts
বেলুড়ে গঙ্গার উথাল-পাথাল ঢেউ, প্রাণভয়ে চিৎকার যাত্রীদের, ভাইরাল ভিডিও
বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার। উথাল-পাথাল যাত্রীবাহী লঞ্চের। প্রাণভয়ে চিৎকার যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ছবি। গত মঙ্গলবারের ঘটনা। কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন যাত্রীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পরই হঠাৎ গঙ্গায় জলের প্রবল ঢেউয়ে উথাল-পাতাল শুরু হয়। ওই সময় লঞ্চে ঠাসা যাত্রী ছিল। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি ক্রমেই […]
‘দরকারে মেরে দাও, দাদার নির্দেশ কলাগাছের মতো কেটে ফেলতে হবে’, এবার ভাইরাল সন্দেশখালির অডিও
বছরের শুরু থেকেই উত্তাল সন্দেশখালি। জমি দখল, নারী নির্যাতনের অভিযোগ সামনে আসে। এই ইস্যুতে ভোটের মরশুমে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছে বিজেপি। এর মাঝেই উলটো হাওয়া বইতে শুরু করে। মে মাসের শুরুতেই পর পর দুটি ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে তৃণমূল দাবি করতে শুরু করে, সমস্ত অভিযোগ বিজেপির সাজানো। এর মাঝেই আরেকটি […]
গয়েশপুরে বাঁশ-রড দিয়ে মার বিজেপি নেতাদের, রিপোর্ট চাইল কমিশন
পঞ্চম দফার ভোটে সকাল থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা ৷ ব্যারাকপুরের পর এবার বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুর থেকেও উত্তেজনার খবর সামনে এসেছে ৷ গয়েশপুরের বেদীভবনের কাছে রাস্তার উপর বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে, আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধরও ৷ এদিন সেই […]