কুণাল ঘোষকে পদ থেকে সরাল তৃণমূল

এ দিন সকালেই একই মঞ্চে হাজির হয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছিলেন৷ দলের অস্বস্তি বাড়িয়ে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেছিলেন কুণাল ঘোষ৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুণালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস৷ দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে কুণালের বিরুদ্ধে এই পদক্ষেপের কথা জানিয়েছেন৷ সুদীপের সঙ্গে সংঘাতের জেরে কয়েক মাস আগে দলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দেন কুণাল৷ এবার দলের সমস্ত পদ থেকেই সরিয়ে দেওয়া হল তাঁকে৷ ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যা দলের মতামতের সঙ্গে মেলে না৷ এটা স্পষ্ট করে দেওয়া দরকার যে এগুলি তাঁর ব্যক্তিগত মতামত এবং কোনওভাবে দলের নয়৷ একমাত্র তৃণমূল কংগ্রেসের সদর দফতর থেকে যে বিবৃতি দেওয়া হবে সেগুলিকেই দলের মতামত বলে গণ্য করতে হবে৷ ‘

error: Content is protected !!