ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। ৩ মে রাজ্যে তিনটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ওইদিন কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা রয়েছে। তার আগে বৃহস্পতিবার ২ মে রাজ্যে চলে আসার কথা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার রাজভবনে রাত্রিবাস করার কথা মোদির। প্রধানমন্ত্রীর রাজ্য সফর ঘিরে আজ কলকাতায় বিভিন্ন রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। কাল শুক্রবারও সকালে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা রয়েছে। মার্চের শুরুতেই কৃষ্ণনগর কলেজ মাঠে একটি সভা করেছিলেন। তাই এবার কৃষ্ণনগর লোকসভার তেহট্টতে সভা করার কথা রয়েছে মোদির। কৃষ্ণনগর আসনটিতে প্রচারে এবার জোর দিয়েছে গেরুয়া শিবির। তাই দুমাসের ব্যবধানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দুটি সভা করছেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায় । তিনি প্রার্থী হওয়ার পর ফোনে তাঁর সঙ্গে কথা বলে লড়াইয়ের মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর হয়ে নির্বাচনী প্রচার করবেন। পাশাপাশি কৃষ্ণনগর লোকসভা এলাকায় মতুয়া ভোটও বিজেপির লক্ষ্য।
Related Posts
সুপ্রিম নির্দেশ, আরজি কর হাসপাতালে ডাক্তার-নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় মোতায়েন ১৫১ জন জওয়ান
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল৷ সেই নির্দেশ মেনে গত বুধবারই শোনা গিয়েছিল৷ সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই আদালতের নির্দেশে আরজি কর হাসপাতালে মোতায়েন করা হল মোট ১৫১ জন আধা সামরিক বাহিনীকে৷ সূত্রের খবর, হাসপাতালের ভিতরে এবং হোস্টেলের নিরাপত্তা দেখবে এই আধা সামরিক বাহিনী৷ মোট ২০টি জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে৷ জানা গিয়েছে, মহিলা হোস্টেল, বয়েজ হোস্টেল, পিজিটি […]
কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডাকলেন মুখ্যমন্ত্রী, বাড়িতে দু-ঘণ্টা অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়
সবাইকে অবাক করে দিয়ে আজ, শনিবার বেলা দেড়টা নাগাদ হঠাৎই সল্টলেকের স্বাস্থ্যভবনের কাছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেবেলা ফের ট্যুইস্ট। আবার মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করলেন। তিনি কালীঘাটে ওই বৈঠকটি ডাকেন। সন্ধে ছ’টায়। এবং জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, তাঁরা মমতার সঙ্গে বৈঠকে বসবেন, তাঁরা যাবেন কালীঘাটে। […]
‘নবান্ন অভিযানের কোন অনুমতিই চাওয়া হয়নি, সম্পূর্ণ বেআইনি এই কর্মসূচি, কোন প্ররোচনায় পা দেবেন না’, বার্তা রাজ্য পুলিশের
আর জি কর কাণ্ডের সুবিচার, মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘অরাজনৈতিক’ সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই প্রতিবাদ কর্মসূচি ঘিরে যে ব্যাপক অশান্তি ছড়াতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, আসলে এটি অশান্তির ষড়যন্ত্র – এমন অভিযোগ বারবার শোনা গিয়েছে শাসকদলের নেতাদের গলায়। এবার রাজ্য পুলিশের এই প্রতিবাদ মিছিলকে ‘বেআইনি’ বলে ঘোষণা করে […]