শ্লীলতাহানির অভিযোগের তদন্তে যখন রাজভবনে চিঠি দিয়ে সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ, তখন সোশ্য়াল মিডিয়ায় ফের বার্তা দিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। মনে করিয়ে দিলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিস। সাংবিধানিক পদাধিকারী রাজ্যপালের রক্ষকবচ রয়েছে’। এমনকী, পুলিসকে কোনও তথ্য না দেওয়ার নির্দেশও দিয়েছেন রাজভবনের কর্মীদের। রাজ্যপাল নিজের X হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতিতে সংবিধানের ৩৬১ (২). (৩) ধারার উল্লেখ রয়েছে। ওই ধারা অনুযায়ী, স্বপদে থাকাকালীন কোনও রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করা যেতে পারে না। তাঁকে গ্রেপ্তার করাও সম্ভবপর নয়। তাই তাঁর বিরুদ্ধে তদন্ত এগিয়ে যাওয়া সম্ভব নয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে SET গঠন করেছে। রাজভবনের ওসির কাছ থেকে সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে। কোনও সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করার আদৌ এক্তিয়ার আছে কিনা, সেই প্রশ্নও তোলা হয়। সংবিধান অনুযায়ী, রাজ্যপালের বিরুদ্ধে FIR করে তদন্ত শুরুর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে রাজভবনের সঙ্গে যুক্ত কেউ কোথাও কোনও মন্তব্য করতে পারে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। রাজভবনের স্থায়ী, অস্থায়ী, আংশিক সময়ের কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য বলেও উল্লেখ রয়েছে বিবৃতিতে। উল্লেখ্য, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী দাবি করেন, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। যদিও অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস।
Related Posts
‘সন্দেশখালি স্টিং ভিডিওতে যাদের নাম এসেছে তাদের কাস্টডিতে নিতে হবে, জানতে হবে এর পেছনে কারা’, দাবি কুণাল ঘোষের
সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন, বিষয়টি আর রাজনীতির নয়। এর সঙ্গে বাংলার মানসম্মান জড়িত। এদিন কুণাল ঘোষ বলেন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি,জমি কেড়ে নেওয়ার কোথাও কোনও অভিযোগ যদি থাকে তাহলে দল ব্যবস্থা নিচ্ছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। কিন্তু নারী নির্যাতন […]
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাসপাতাল থেকে রবিবার বিকেলেই ছাড়া পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট অস্ত্রোপচারের জন্য রবিবার সকালে তাঁকে ভর্তি করানো হয়েছিল কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানে প্লাস্টিক সার্জনের অধীনে ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর, পেটে অস্ত্রোপচার হয়েছে তাঁর। রবিবার দুপুরে হাসপাতালের তরফে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। তাতে জানানো হয়ে, ছোট অস্ত্রোপচারের পর […]
এক বিরোধী নেতা বলেছেন গুলি চলবে, আরজি করের ঘটনা নিয়ে রাজনীতি করবেন না, বার্তা সুপ্রিমকোর্টের!
আরজি করের ঘটনা রাজনীতির বিষয় নয়, তা সব দলকে বুঝতে হবে। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। রাজনৈতিক দলগুলিকেও বুঝতে হবে। চিকিৎসকদের সুরক্ষা […]