২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট গত ২২ এপ্রিল দিয়েছিল, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ যার অর্থ, আপাতত প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে৷ তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের মুচলেকা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে অযোগ্য বলে প্রমাণিত হলে তাঁদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক ফেরত দিতে হবে৷ অযোগ্য বলে চিহ্নিত চাকরি প্রাপকদেরও আপাতত ১২ শতাংশ সুদ সহ বেতনের টাকা ফেরত দিতে হবে না৷ আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি৷ ওই দিনই এই মামলার চূড়ান্ত রায়দান করবে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট এ দিন নির্দেশ দিতে গিয়ে জানিয়েছে, এসএসসি যদি যোগ্য অযোগ্যদের বিভাজন করতে পারে, তাহলে গোটা প্যানেল বাতিল ন্যায্য নয়৷ পাশাপাশি, প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে তার অভিঘাত অনস্বীকার্য বলেও স্বীকার করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত সরকারি পদাধিকারিকদের প্রয়োজনে হেফাজতে নিতে হবে সিবিআই-কে৷ শীর্ষ আদালত এ দিন জানিয়েছে, সিবিআই এসএসসি সমস্ত তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে অতিরিক্ত শূন্যপদ নিয়ে হাইকোর্টের নির্দেশিত তদন্তে কাউকে গ্রেফতার করা যাবেনা। তিন মাসের মধ্যে কলকাতা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ নির্দেশ দেওয়ার আগে এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, ‘আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন , এখানে আমরা সবাই বিচার ব্যবস্থার অঙ্গ। ফলে আমাদের সেই শৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ ভাবে শুনানি সম্ভব হচ্ছে না।’ প্রধান বিচারপতির মন্তব্য, ‘আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই, আমরা এই মামলা নিয়ে ভাবছি’। পরবর্তী শুনানি ১৬ জুলাই।
Related Posts
দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা, বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু
১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে সংসদের নিম্নকক্ষের স্পিকার হিসাবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার ওম বিড়লা লোকসভার স্পিকার পদের দায়িত্ব পেলেন। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ওম বিড়লা ২.০র যাত্রাকাল শুরু হতেই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। […]
জব্বলপুরে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের ২টি কামরা
এবার লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেলের গাফিলতির ছবি আবারও প্রকাশ্যে। ট্রেনটি জব্বলপুর থেকে মাত্র ২০০ মিটার এগোতেই দুটি কামরার চাকা বেলাইন হয়। ট্রেনের গতি কম থাকায় বড় কোন বিপদ ঘটেনি। তবে এই ঘটনায় ফের রেলের অপদার্থতা সামনে এলো।সূত্রের খবর মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথগামী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৫:৫০ মিনিট নাগাদ […]
ভোট থেকেই উত্তপ্ত মণিপুরে! এবার মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা
ভোটের পরেও ফের উত্তপ্ত মণিপুর। অশান্তির আগুন জ্বলছে দিকে দিকে। এবার সশস্ত্র জঙ্গিরা হামলা চালাল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের কনভয়ে। সোমবার উত্তর- পূর্বেই এই রাজ্যের কাংপোকপি জেলায় জাতীয় সড়ক ৩৭-এ সকাল সাড়ে দশটা নাগাদ জঙ্গিদের অতর্কিত হামলায় জখম হয়েছেন এক জন। এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগেই অশান্ত হয়েছিল জিরিবাম জেলা। গত ৬ […]