লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি৷ হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক৷ ফলে এই মুহূর্তে হরিয়ানার নায়েব সিং সাইনির সরকার সংখ্যগরিষ্ঠতা হারাল৷ ওই তিন নির্দল বিধায়কই জানিয়েছেন, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন৷ এই পরিস্থিতিতে অবিলম্বে হরিয়ানার বিধানসভা ভেঙে দিয়ে ভোট করানোর দাবি তুলেছে কংগ্রেস৷ ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বর্তমানে ৮৮ জন বিধায়ক রয়েছেন৷ তার মধ্যে বিজেপির বিধায়খ সংখ্যা ৪০৷ হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের দাবি, ‘এর আগে জেজেপি বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছিল৷ এবার তিন নির্দল বিধায়কও তাই করলেন৷ মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির অবিলম্বে পদত্যাগ করা উচিত৷’ ওই তিন নির্দল বিধায়কের নাম সোমবীর সাঙ্গওয়ান, রণধীর গোলেন এবং ধর্মপাল গোনদার৷ তাঁদের দাবি, কৃষকদের দাবি সহ বেশ কয়েকটি ইস্যুতে তাঁরা বিজেপির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের উপস্থিতিতেই এ দিন রোহতকের একটি হোটেলে এই ঘোষণা করেন তিন নির্দল বিধায়ক৷ ঘটনায় স্বভাবতই চাপে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ এখনও এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি কংগ্রেসকে কটাক্ষ করে শুধু বলেন, ‘সবাই মনের আকাঙ্খা পুরণ করতে চায়৷ কংগ্রেসও তাই করছে৷ ওরা মানুষের জন্য কিছু করে না, শুধু নিজেদের স্বার্থপূরণ করে৷’
Related Posts
ওড়িশার বালাসোরে অ্যান্টি-সাবমেরিন মিসাইলের সফল পরীক্ষা করল ডিআরডিও
প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার ক্ষেত্রে ভারত আরেকটি বড় সাফল্য অর্জন করল। আসলে, ভারতীয় নৌসেনা সাবমেরিন বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা করেছে। এই মিসাইল সিস্টেমটি শুধুমাত্র নৌবাহিনীর জন্য ডিআরডিও তৈরি করেছে। ভারতীয় নৌসেনা বুধবার ওড়িশার বালাসোরে উপকূলে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো (স্মার্ট) মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। […]
আগামী ৫দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি
আগামী ৫ দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর ।এছাড়াও ওড়িশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপ-হিমালয় অঞ্চল পশ্চিমবঙ্গ, সিকিম এবং কর্ণাটকের অভ্যন্তরে তীব্র তাপপ্রবাহ জনিত পরিস্থিতি বজায় থাকবে বলেও জানিয়েছে তারা। তবে কিছুটা স্বস্তি উত্তর পূর্বে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম ও মনিপুরে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও বজ্রবিদ্যুৎ […]
সাতসকালে রাজৌরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, আহত ১ জওয়ান
রাজৌরির সেনাঘাঁটিতে বড়সড় জঙ্গিহানার খবর মিলল সোমবার সাতসকালেই কেঁপে ওঠে জম্মুর সেনা ছাউনি। আহত হন এক জওয়ান। পালটা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু করেছে সেনাও। গুলির শব্দে কেঁপে উঠছে উপত্যকা। গোটা এলাকায় নেমেছে সেনা, চলছে তল্লাশি অভিযান। সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার রাজৌরির গুন্ধা এলাকার একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের কাছে বিপুল […]