করোনার টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকার মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতেই ঘুম ছুটেছে গোটা বিশ্বের। বিশ্বব্যাপি বন্ধ হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিনের বিক্রি। মাত্র কিছুদিন আগেই কোভিশিল্ড ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এবার বাজার থেকে এই ভ্যাকসিন তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করল ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থা। বিশ্বব্যাপী করোনার টিকা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা আচমকা ঘোষণা করে ফের আলোড়ন ফেলে দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। কোভিশিল্ড ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করেছিল ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভারতে এই টিকা উৎপাদন করেছিল পুনের সেরাম ইনস্টিটিউট। কোম্পানির কথায়, ‘যেহেতু একাধিক, বৈকল্পিক COVID-19 ভ্যাকসিন তৈরি করা হয়েছে কিন্তু এই মুহূর্তে বিশ্বব্যাপী কোনও চাহিদা নেই।’ ফলে বাণিজ্যিক কারণেই করোনাভাইরাসের ভ্যাকসিন বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন নতুন ভাইরাসের মোকাবিলা করার জন্য পুরনো ভ্যাকসিনের বিকল্প প্রস্তুত করা হচ্ছে।
Related Posts
অশান্ত বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ৬৪, পুড়ল জেল, পালালো বহু বন্দি!
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। সরকার পক্ষ কথা বলতে চেয়ে প্রস্তাব পাঠালেও মানতে চাননি তাঁরা। জানিয়ে দিয়েছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়’। দু’পক্ষের সংঘাতে বাংলাদেশে শুক্রবার মৃত্যু হয়েছে আরও ৩ জনের। অন্য দিকে, সে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পরিসংখ্যান সংগ্রহ করে সংবাদ সংস্থা এএফপি দাবি করেছেন, বাংলাদেশে শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং পড়ুয়াদের […]
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ লাস ভেগাসে নির্বাচনী জনসভায় গিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতা ৷ সেখানেই মারণ ভাইরাসে আক্রান্ত হন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি ৷ হোয়াইট হাউস জানিয়েছে, অসুস্থতার সামান্য লক্ষণ দেখা গিয়েছিল ৷ তারপরেই প্রেসিডেন্টের কোভিড পরীক্ষা করানো হয় ৷ হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘‘তাঁকে (রাষ্ট্রপতি বাইডেন) টিকা দেওয়া […]
৮০ বার কম্পন তাইওয়ানে, রিখটার স্কেলে ৬.৩
সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী কম্পনের ফলে ৮০ বার কেঁপে উঠছে তাইওয়ান। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের তীব্রতা ৬.৩। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ৮মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৫। তার পর মঙ্গলবার সকাল […]