আইনি বিপাকে ‘জলি এলএলবি ৩’। আইন এই ফ্রাঞ্চাইজির ইউএসপি। এবার সেই আইনকে অমান্য করার দায়েই ঝামেলায় জড়ালেন ছবির নির্মাতারা। বিচার ব্যবস্থাকে অসম্মান করার অভিযোগে চলচ্চিত্র নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই নিয়েই বন্ধ হওয়ার মুখে “জলি এলএলবি ৩”! অক্ষয় কুমার এই মুহূর্তে রাজস্থানের আজমিরে অভিনেতা আরশাদ ওয়ারসির সঙ্গে এই ছবির শুটিংয়ে ব্যস্ত। সূত্রের খবর, আজমির জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রভান সিং রাঠোর বলেছেন, “জলি এলএলবি-র প্রথম এবং দ্বিতীয় অংশ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে হচ্ছে চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও অভিনেতারা দেশের সংবিধানের বিচার বিভাগের মর্যাদাকে মোটেও সম্মান করেন না। জলি এলএলবি 3-এর শ্যুটিং আজমিরের ডিআরএম অফিস সহ আশেপাশের গ্রাম এবং এলাকায় চলছে, যা বেশ কয়েক দিন চলবে।” শুধু তাই নয়, এই ছবির অভিনেতার মধ্যেও নাকি অসংযম খেয়াল করেছেন তিনি। আইনের সম্মান তাঁরা করেন না বলেই দাবি তুলেছেন রাঠোর। এই নিয়ে মামলা করেছেন তিনি, যার শুনানি ৭ মে, ২০২৪-এ হওয়ার কথা।
Related Posts
মুক্তির আগেই আল্লু অর্জুনের পুষ্পা ২-এর ক্লাইম্যাক্স দৃশ্য ফাঁস
আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’-এর জন্য অপেক্ষা করছেন। ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি বলা চলে। যে ছবির জন্য ভক্তেরা ভীষণভাবে মরিয়া। আগে এই ছবিটি ১৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, এবার সুকুমার পরিচালিত এই ছবিটি ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিটি দেখার জন্য ভক্তেরা বেশ উচ্ছ্বসিত […]
‘রোগীদের কী দোষ? কাজে ফিরুন’, জুনিয়র চিকিৎসকদের কাছে আর্জি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মায়ের
আরজিকর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে প্রথম থেকেই পথে নেমেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের মা সুমিতা সরকার নিজে পেশায় চিকিৎসক। তদুপরি আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। তিনি নিজেও তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার চেয়ে এই বয়সেও একাই নারীদের রাত দখল অভিযানে নেমেছিলেন। বার্ধক্যের কাছে হার মানেনি তাঁর প্রতিবাদের আগুন। এবার তিনিই আন্দোনলকারী ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানালেন […]
প্রয়াত কন্নড় অভিনেত্রী অপর্ণা ভাস্তারে
প্রয়াত অভিনেত্রী অপর্ণা ভাস্তারে (৫৭)। ১৯৮৫ সালে কন্নড় মুভি ‘মাসানাদা হোভু’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি।১ ৯৯০ সালে অল ইন্ডিয়া রেডিওতে রেডিও জকি এবং ডিডি চন্দনা-তে সঞ্চালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ইলাদা মেলে, প্রীতি ইলাদা মেলের মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেন।এদিকে স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। শুক্রবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের এই খবর দিয়েছেন […]