মুম্বইয়ে গোকুল টাউনশিপে মদ্যপ অবস্থায় পুলিশের উপর আক্রমণ এবং দুর্ব্যবহারের অভিযোগ গ্রেফতার ৩ যুবতী

পুলিশের উপর আক্রমণ, দুর্ব্যবহারের অভিযোগ উঠল ৩ মদ্যপ যুবতীর বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ওই ৩ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। শুরু হয়েছিল আনন্দের মধ্যে দিয়ে। হইচই উচ্ছ্বাসের রাত শেষ হল গ্রেফতারতে গিয়ে। জানা গিয়েছে ওই তিন যুবতীর নাম কাব্যা, অশ্বিনী এবং পুনম। জানা গিয়েছে ঘটনাস্থল মুম্বইয়ের গোকুল টাউনশিপ। আবাসিক এলাকায় পুলিশকে ডাকা হয়েছিল, কিছু যুবতী অত্যাধিক সমস্যা করছেন, এই অভিযোগে। তাঁরা ওই রেস্তোরাঁর অন্যান্যদের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন এবং তাঁদের চলে যেতে বলা হয়েছিল বলেও জানা গিয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয় ওই ৩জনকে পুলিশের সঙ্গে অভব্য আচরণ এবং গালিগালাজ করে দেখা গিয়েছে। মহিলা পুলিশের হাত কামড়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, অপর এক পুলিশের মাথায় আঘাত করা হয়েছে। এক যুবতী ওই ৩জনকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। ওই তিন যুবতীকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!