ব্যারাকপুরে নির্বাচনী প্রচারে গিয়ে সন্দেশখালি প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ইস্যুতে পশ্চিমবঙ্গের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। সন্দেশখালির ‘স্টিং ভিডিও-র প্রসঙ্গ তিনি সরাসরি তোলেননি। তবে সন্দেশখালিতে তৃণমূলের ‘নতুন খেলা’র কথা বলেছেন তিনি। সন্দেশখালির কোন খেলার কথা মোদী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে। রবিবার রাজ্যের চারটি কেন্দ্রে প্রচার কর্মসূচি রয়েছে মোদীর। প্রথম সভাটি ছিল ব্যারাকপুরের ভাটপাড়ায়। অর্জুন সিংহের সমর্থনে সেখানে প্রচার করতে গিয়ে মোদীর মুখে শোনা গিয়েছে সন্দেশখালির প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘সন্দেশখালিতে কী চলছে, সারা দেশ তা দেখতে পাচ্ছে। সেখানকার অত্যাচারী নেতাদের তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে। এখন আবার ওখানে নতুন খেলা শুরু করেছে। তৃণমূলের গুণ্ডারা সন্দেশখালির মা-বোনেদের ভয় দেখাচ্ছে। কারণ, ওখানে অত্যাচারীর নাম শাহজাহান শেখ। ওঁকে ক্লিনচিট দিতে চায় তৃণমূল।’’ প্রসঙ্গত, শনিবার রাতে মোদী কলকাতায় পৌঁছনোর পর সন্দেশখালির দ্বিতীয় ‘স্টিং ভিডিয়ো’ প্রকাশ্যে আসে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি বঙ্গনিউজ। সেই ভিডিয়োতেও দেখা গিয়েছে সন্দেশখালির স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। তাতেও একাধিক বার শোনা গিয়েছে শুভেন্দুর নাম। প্রথম ভিডিয়োটিতে গঙ্গাধরকে স্বীকার করে নিতে শোনা গিয়েছিল যে, সন্দেশখালির আন্দোলন ‘সাজানো’। টাকার বিনিময়ে সেখানকার মহিলারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। পরের ভিডিয়োতেও সেই ‘সাজানো’ আন্দোলনের জন্য টাকার লেনদেনের হিসাব শোনা গিয়েছে। ভোটের মাঝে এই ভিডিয়ো নিয়ে অস্বস্তিতে বিজেপি।
Related Posts
শ্রীরামপুরে টোটাকে পিষে দিল লরি, মৃত চালক সহ ৩, আহত ১
বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোড এলাকায়। একটি টোটো গাড়িকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি। মুহুর্তের মধ্যে লরিটি পিষে দেয় টোটো সমেত যাত্রীদের। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। গুরুতর আহত এক মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনায় দিল্লি রোড অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকে উত্তেজিত জনতা। শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের […]
রাজ্যে ফের ইডি হানা, উত্তর ২৪ পরগনার নিউ-ব্যারাকপুরে টানা তল্লাশি
উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ED-র ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি-ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয় বলে খবর মিলেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিউ ব্যারাকপুরের ওই অ্যাপার্টমেন্টে থাকেন। […]
প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেয়র অশোক সাউ
প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিক। বুধবার ভোরে তিনি গুরুতর অসুস্থবোধ করেন। তড়িঘড়ি চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সাউ। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন […]