ভোটের আবহে স্টিং ভিডিও নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে এদিন সন্দেশখালি থানা ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয় বিজেপি কর্মী সমর্থকদের। এরপরই তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক গ্রামের একটি বাড়িতে আছেন বলে খবর পান স্থানীয় মহিলারা। বাড়ি থেকে টেনে বের করা হয় তৃণমূল নেতা তাতাই গায়েনকে। বাঁশ, লাঠি হাতে মহিলারা তৃণমূল নেতার উপর চড়াও হন। রাস্তার ফেলে চলে মারধর। পোশাক ছিঁড়ে যায় তাঁর। স্থানীয় মহিলাদের অভিযোগ, বিধায়কের যোগসাজসে ওই তৃণমূল নেতারা ফেক ভিডিও তৈরি করছেন। তারই প্রতিবাদে বিক্ষোভ। পরে সন্দেশখালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related Posts
সন্দেশখালির ঘটনায় বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের
বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এখনই কোনও রকম পদক্ষেপ নেওয়া যাবে না বলে সাফ জানাল হাইকোর্ট ৷ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ ৷ পাশাপাশি পিয়ালি দাসের মামলা বিচারপতি জয় সেনগুপ্তর রেগুলার বেঞ্চেই ফেরত পাঠালেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন, মামলার শুনানিতে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত এই বিষয়ে নিম্ন আদালতে কোনও প্রক্রিয়া […]
বিমল গুরুংকে সঙ্গে নিয়ে মঞ্চে শুভেন্দু অধিকারী
উত্তরবঙ্গের মালবাজারে সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভায় উপস্থিত থাকলেন পাহাড়ের অন্যতম মুখ বিমল গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন বিজেপির দিকে গিয়েছে। এই কথা আগেই সামনে এসেছিল। এবার বিজেপির সভায় উপস্থিত থাকলেন বিমল গুরুং। তৃণমূলের সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন হয়েছিল বিমল গুরুংয়ের। পাহাড়ে তিনি বিজেপিকে সমর্থন করছেন কী না। তাই নিয়ে জোর চর্চা […]
তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে ১ লক্ষ ৪০ হাজার ভোটে পরাজিত বিজেপি নেতা দিলীপ ঘোষ
দু’বারের সাংসদ। একবারের বিধায়ক। সেই তাবড় বিজেপি নেতা পরাজিত হলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হার বিজেপি নেতা দিলীপ ঘোষের। এ দিন, সকালে পোস্টাল ব্যালটে দেখা যায় দিলীপ ঘোষ এগিয়ে ছিলেন। তবে বেলা গড়াতেই বদলে যায় চিত্র। মার্জিন বাড়াতে শুরু করেন তৃণমূলের কীর্তি। শেষবেলায় ওই লোকসভা কেন্দ্রে শেষ হাসি ধরে রাখল তৃণমূলই। […]