মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ বারাণসীর জেলাশাসকের দপ্তরে পৌঁছে যান তিনি। সেখানেই নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন। এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা চুড়িদার-কুর্তা ও নীল রঙের মোদি জ্যাকেট। মনোনয়ন জমা দেওয়ার সময়ে মোদির সঙ্গী ছিলেন যোগী আদিত্যনাথ । বারাণসী কেন্দ্র থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন প্রধানমন্ত্রী। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আজ ফের ময়দানে নেমে পড়লেন তিনি। গত দুবারের প্রথা মেনে এদিনও মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। কাল ভৈরবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। মন্দিরে মোদির সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একাধিক নেতামন্ত্রীকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও হাজির ছিলেন মনোনয়ন পেশের সময়ে। বিহারের নীতীশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন। সবমিলিয়ে ২৫ জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী।
Related Posts
মহারাষ্ট্রের পুনেতে রাস্তা ভেঙে ঢুকে গেল চলমান ট্রাক
মহারাষ্ট্রের পুনেতে পুরনিগমের একটি ট্রাক চলতে চলতে হঠাৎ গর্তে পড়ে একেবারে রাস্তা ভিতর ঢুকে গেল ৷ দিনের আলোয় চোখের সামনে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন ৷ ঘটনাটি ঘটেছে পোস্ট অফিস চত্বরে ৷ অনুমান একশো বছরেরও বেশি পুরনো ওই পোস্ট অফিসের ওই জায়গায় আগে বড় কুয়ো ছিল ৷ রাস্তা খারাপের জন্য এমন দুর্ঘটনা মানতে রাজি নয় […]
সিবিআই মামলায় সুপ্রিমকোর্টে জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল
গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রতের জামিন মামলার শুনানি ছিল। শুনানি শেষে বীরভূমের তৃণমূল নেতার জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। সিবিআই মামলায় জামিন পেলেন অনুব্রত। ২০২২ সালের অগস্ট মাসের মাঝামাঝি সময় বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন […]
মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশু সহ ১৩, আহত ১৬
মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হল ১৩ জনের ৷ গুরুতর আহত হয়েছেন ১৬ জন ৷ নিহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ চিকিৎসার জন্য আহতদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয় । দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।