ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নেমে এসেছে অকাল বিপর্যয়। প্রবল বর্ষণের পর অনেক এলাকায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগ্নেয়গিরির ঢাল থেকে নেমে আসা শীতল লাভা প্রবাহের কারণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। অন্তত ৫২ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকেই এখনও নিখোঁজ হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তাদের মতে, পশ্চিম ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে আকস্মিক বন্যা ও ঠান্ডা লাভা নির্গত হওয়ার পর বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৫২ জন মারা গিয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে এবং লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে কর্তৃপক্ষ উদ্ধারকারী দল ও রাবার বোট পাঠিয়েছে। সরকার বর্ষাকালে ভূমিধস এবং বন্যার প্রবণতা উভয় জেলায় বিভিন্ন স্থানে ইভাকুয়েশন সেন্টার এবং জরুরি চেকপয়েন্ট স্থাপন করেছে। এখনও পর্যন্ত ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।
Related Posts
তেল আভিভে ড্রোন হামলার পালটা ইয়েমেনে হাউথি ঘাঁটি গুঁড়িয়ে দিল ইজরায়েলের যুদ্ধবিমান
গত শুক্রবার তেল আভিভে ভয়ংকর ড্রোন হামলা চালিয়েছিল ইরানের মদতপুষ্ট ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হাউথি। এবার ‘জবাব’ দিল ইজরায়েলের যুদ্ধবিমান। হোদাইয়া বন্দরে ওই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ ওই বন্দরে অতর্কিতেই হানা দেয় ইজরায়েলি সেনা। সঙ্গে সঙ্গে এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। এটাই ইজরায়েল থেকে ২ হাজার […]
লন্ডনে পুলিশের ওপর হামলা, ছোড়া হল পাথর
লন্ডনের লিডস অঞ্চলের হেয়ারহিল এলাকায় হিংসা ছড়িয়ে পড়ল গতকাল। স্থানীয় বাসিন্দারা লন্ডন পুলিশের ওপরে হামলা চালায় বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, হেয়ারহিল এলাকা থেকে শিশু নির্যাতনের অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। সেই সময়ই হিংসা ছড়িয়ে পড়ে আচমকা। পুলিশ এলাকাবসীদের বাড়ির ভিতরে থাকতে বলে। তবে যত সময় গড়ায়, ততই রাস্তায় ভিড় জমে। উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও […]