খনিতে লিফট ছিঁড়ে আটক 14 জন ৷ মঙ্গলবার রাজস্থানের ঝুনঝুন এলাকার হিন্দুস্তান কপার লিমিটেডের কোলিহান খনির ঘটনা ৷ আটকে থাকা আধিকারিকদের নিরাপদে বের করে আনতে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই 3 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স রাখা হয়েছে ৷ স্থানীয় বিজেপি বিধায়ক ধর্মপাল গুর্জার বলেন, “আমি নির্বাচনী প্রচারের জন্য হরিয়ানায় গিয়েছিলাম ৷ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসেছি । সকলকে ডেকেছি এবং উদ্ধারকারীরা দ্রুত আটকে থাকা কর্মীদের উদ্ধারের চেষ্টা করছেন।” ঘটনাপ্রসঙ্গে স্থানীয় সরকারি হাসপাতালের এক কর্মী শিশরাম বলেন, “তামার খনিতে আটকে থাকা সকলকেই উদ্ধার করা হয়েছে ৷ 3 জন গুরুতর আহত ৷ তাঁদেল হাতে ও পায়ে চোট লেগেছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ বাকিরা মোটামুটি সুস্থ আছেন ৷” ঝুনঝুন সরকারি হাসপাতালের চিকিৎসর প্রবীন শর্মা বলেন, “খনি থেকে সকলকেই উদ্ধার করা হয়েছে ৷ এঁদের মধ্যে তিন জনের চোট গুরুতর ৷ তাঁদেরকে জয়পুরে স্থানাস্তর করা হয়েছে ৷”
Related Posts
আগামী ২৫ জুলাই ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বাজেট অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতেই তৃণমূল কংগ্রেসের সংসদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২৮ জুলাই দুপুরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। ২৬ […]
অন্ধ্রপ্রদেশে সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন করে টাকা-গয়না লুটের অভিযোগ, ধৃত ৩ মহিলা ‘সিরিয়াল কিলার’
প্রথমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ভাব জমাতেন। তারপর আড্ডার ফাঁকে খাওয়াতেন সায়ানাইড মিশ্রিত পানীয়। সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢোলে পড়তেই টাকাপয়সা, গয়না লুট করে চম্পট। এভাবেই দিনের পর দিন সিরিয়াল কিলিং চলছিল অন্ধ্রে। অবশেষে পুলিশের জালে তিন মহিলা। অন্ধ্রপ্রদেশে তেনালি জেলায় একের পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে […]
অধীর জমানার অবসান, পশ্চিমবঙ্গের নতুন প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন শুভঙ্কর সরকার
প্রদেশ কংগ্রেস সভাপতি করা হল শুভঙ্কর সরকারকে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে বাংলায় কংগ্রেসের ক্যাপ্টেন হিসাবে মনোনীত করেছেন। ২০২৪ সালের ৩০ অগস্ট তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইন চার্জের দায়িত্বেও ছিলেন তিনি। এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির […]